বাংলা নিউজ > ময়দান > যৌন নিগ্রহ কাণ্ডে নাইকির অভিযোগ খারিজ নেইমারের

যৌন নিগ্রহ কাণ্ডে নাইকির অভিযোগ খারিজ নেইমারের

পিএসজি জার্সিতে নেইমার (ছবি: গুগল)

এবার নাইকিকে একহাত নিলেন নেইমার। নাইকির করা করা যৌন নিগ্রহের অভিযোগকে উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। সোশ্যাল মিডিয়াতে নিজের পক্ষে যুক্তি দিলেন তিনি।

এবার নাইকিকে একহাত নিলেন নেইমার। নাইকির করা করা যৌন নিগ্রহের অভিযোগকে উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। সোশ্যাল মিডিয়াতে নিজের পক্ষে যুক্তি দিলেন তিনি। নেইমার জানিয়ে দিলেন নাইকি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। নিজের ইনস্টাগ্রামে একটি বার্তার মাধ্যমে নেইমার জানান, নাইকির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কাউকে যৌন নিগ্রহ করেননি। তিনি তো সেই রকম কোনও মহিলার সঙ্গে কোনও সম্পর্কই তৈরি করেনিনি।

ঘটনার সূত্রপাত হয়েছিল একদিন আগে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছিল এক নতুন তথ্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের বিরুদ্ধে তদন্ত করছিল নাইকি। অভিযোগ ছিল, নাইকির এক কর্মীকে যৌন হয়রানি করেছেন পিএসজি তারকা। 

সেই ঘটনা জানেন—এমন লোকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নিউইয়র্কে নাইকির এক অনুষ্ঠানে এসেছিলেন নেইমার। তখন হোটেলে নিজের রুমে জোর করে সেই কর্মীকে যৌন হয়রানি করেন ব্রাজিলিয়ান তারকা। 

নিজের বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সেই দিনের কথা জানিয়েছিলেন নাইকির সেই মহিলা কর্মী। ২০১৮ সালে এ নিয়ে অভিযোগ করেন তিনি। পরের বছর বাইরের একটি আইনি প্রতিষ্ঠানকে এই অভিযোগ তদন্তের দায়িত্ব দেয় নাইকি।

নাইকির জেনারেল কাউন্সেল হিলারি ক্রেন এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্বাসযোগ্য অভিযোগের প্রেক্ষিতে শুরু হওয়া তদন্ত কার্যক্রমে সাহায্য করতে নেইমার অস্বীকৃতি জানানোয় নাইকি তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।’

এরপরেই আত্মপক্ষ রক্ষা করার জন্য এগিয়ে আসেন নেইমার। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাকে নিজের আত্মপক্ষ রক্ষা করার সুযোগ দেওয়া হয়নি, ’ তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন। ‘ আমি ঐ ব্যক্তির সঙ্গে কখনও কোনও সম্পর্ক করিনি বা কোনও প্রস্তাবও পায়নি। এমনকি তাঁর সত্যিকারের কষ্টটা বোঝার জন্য আমি তাঁর সঙ্গে কথা বলার কোনও সুযোগ পায়নি। সেই ব্যক্তি ছিলেন একজন কর্মচারী, সুরক্ষিত ছিলেন না। আমি, একজন স্পনসর করা অ্যাথলেট, আমিও সুরক্ষিত ছিলাম না।’   

তদন্ত চলাকালীন নাইকির বিপণন ও প্রচারে নেইমারকে আর দেখা যায়নি। শেষ পর্যন্ত গত বছর আনুষ্ঠানিকভাবে ১৫ বছরের সম্পর্কে ছেদ টানে দুই পক্ষ। পরে আরেক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিউমার সঙ্গে স্পনসর চুক্তি করেন নেইমার।

নেইমারের এক মুখপাত্র জানিয়েছেন, নাইকির সঙ্গে পিএসজি তারকার চুক্তি বাতিলের কারণ যৌন হয়রানির অভিযোগ ছিল না, ‘এই ভিত্তিহীন অভিযোগ নিয়ে কোনো দাবি পেশ করা হলে নেইমার তা মোকাবিলা করবে। এখন পর্যন্ত অবশ্য সেরকম কিছুই ঘটেনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.