গোটা ভারত জুড়ে ক্রিকেট খুবই জনপ্রিয়। দেশের এমন কোনও জায়গা নেই, যেখানকার লোক ক্রিকেট পছন্দ করেন না। জম্মু কাশ্মীরেও ক্রিকেট খুবই জনপ্রিয়। ইদানীং জম্মু কাশ্মীরের ক্রিকেট উন্মাদনা বেশ বৃদ্ধিও পেয়েছে। সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের আব্দুল সামাদ, রশিক সালাম এবং পারভেজ রশুল খুবই ভাল পারফরম্যান্স করছেন। আইপিএলও খেলছেন এই তিন ক্রিকেটার। রশুল তো ইতিমধ্যে জাতীয় দলের জার্সিতে একটি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন।
এই মুহূর্তে জম্মু কাশ্মীরে ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউসুফ পাঠান। শ্রীনগরে একটি অনুষ্ঠানে তিনি কুপওয়ারা, হান্দোয়ারা, বন্দীপোড়া এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫০ জন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন। ইউসুফ মনে করেন জম্মু কাশ্মীরে বহু প্রতিভা রয়েছে। তবে ওখানকার বড় সমস্যা হল অনুন্নত পরিকাঠামো, ভাল কোচিং-এর অভাব এবং ভাল ভাবে গাইড করে দেওয়ার লোকেরও এখানে অভাব রয়েছে।

ইউসুফের দাবি, ‘(আব্দুল) সামাদ, রশিক (সালাম) এবং (পারভেজ) রশুলরা ইতিমধ্যে এগিয়ে গিয়েছে। এবং এরা আইপিএলও খেলছে। রাশুল তো ভারতের হয়েও খেলেছে। ওরা কিন্তু গোটা দেশের কাছে নিজেদের পরিচিতি তৈরি করেছে। কাশ্মীরে প্রতিভার কোনও অভাব নেই। কিন্তু ওদের ঠিকঠাক করে গাইড করে দেওয়ার লোকের অভাব রয়েছে। কাশ্মীরে কিছু অসাধারণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ওদের সীমিত পরিকাঠামো। তবু ওরা ভাল ক্রিকেটার তৈরি করছে। যেটা খুবই বড় বিষয়। ভারতীয় সেনাও এতে যুক্ত রয়েছে। জুতো, ক্যাপ, জার্সি এবং ক্রিকেটের নানা সরঞ্জাম দিয়ে ভারতীয় সেনাবাহিনী তরুণ ক্রিকেটারদের সাহায্য করে থাকে। আমি এমন বাচ্চাদের দেখেছি, যারা পূর্ণ গতিতে বল করতে পারে, বল মেরে পার্কের বাইরে পাঠাতে পারে এবং কেউ কেউ দুরন্ত ফিল্ডিং করে থাকে। ওদের শুধু একটা প্ল্যাটফর্ম আর সঠিক পথ দেখানো দরকার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।