বাংলা নিউজ > ময়দান > করোনা আবহে 'নো মাস্ক, নো মেট্রো'র প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা আবহে 'নো মাস্ক, নো মেট্রো'র প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায় (PTI)

‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে সৌরভের সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব

শুভব্রত মুখার্জি: করোনার কারণে সারা বিশ্ব জুড়ে ডাক্তার, বিজ্ঞানীদের পরামর্শ মতন যে কোভিড প্রোটোকল মেনে চলা হচ্ছে তার গুরুত্বপূর্ণ অংশ মাস্কের ব্যবহার। মাস্কের ব্যবহার, তার প্রয়োজনীয়তা এইসব বিষয়ে জনমানসে সচেতনতা তৈরিতে বদ্ধপরিকর ভারতীয় রেল তথা ভারতীয় মেট্রো। এবার সেই উদ্দেশ্যেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে দিয়ে 'নো মাস্ক, নো মেট্রো'র প্রচার শুরু করা হয়েছে।

করোনাকালে জনবহুল জায়গায় মাস্কের গুরুত্ব অপরিসীম। সংক্রমণ আটকাতে মাস্ক পরেই মেট্রো রেলে ওঠার প্রচার করছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে সৌরভের সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব। সৌরভের পাশাপাশি ভারতীয় টেস্ট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা, বাংলা রঞ্জি দলের কোচ অরুণলাল, প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ লক্ষ্মীরতন শুক্লা এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়াও।

কলকাতা মেট্রোতে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন তারকাদের মধ্যে দিয়ে এই প্রচার চালানো হচ্ছিল। সেই তালিকায় শনিবার যুক্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। 'নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এছাড়াও রয়েছেন দীপ দাশগুপ্ত, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন, অ্যালভিটো ডি কুনহাও। সমস্ত মেট্রো স্টেশনের টিভিতে এই প্রচার চালাচ্ছেন সৌরভ। মেট্রোয় তাকে বলতে শোনা যাচ্ছে 'মনে রাখবেন, নো মাস্ক, নো মেট্রো। নিজের খেয়াল রাখুন। সতর্ক থাকুন।'

বন্ধ করুন