বাংলা নিউজ > ময়দান > Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন প্রতিযোগী, বাজল না জাতীয় সঙ্গীত, উড়ল না পতাকাও!

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন প্রতিযোগী, বাজল না জাতীয় সঙ্গীত, উড়ল না পতাকাও!

প্যারিস অলিম্পিক্সে সোনা পেলেন প্রতিযোগী, বাজল না জাতীয় সঙ্গীত। ছবি- এএফপি।

Paris Olympics 2024: শুক্রবার ঘটেছে এমন ঘটনা। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? কোন দেশের ক্রীড়াবিদের সঙ্গে ঘটল এমন ঘটনা?

শুভব্রত মুখার্জি:- অলিম্পিক গেমসের রীতি অনুযায়ী যে কোনও বিভাগে জয়ী প্রতিযোগীদের দেশের পতাকা উত্তোলিত হয়। যিনি সোনার পদক জেতেন সেই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্যারিস গেমসে কিন্তু সেই রীতি মেনে কিছুই হল না! প্রতিযোগী সোনা জেতার পরেও তাঁর দেশের জাতীয় পতাকাও উঠল না! তাঁর দেশের জাতীয় সঙ্গীতও বাজল না!

এমন অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন দর্শকরা। শুক্রবার ঘটেছে এমন ঘটনা। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? কোন দেশের ক্রীড়াবিদের সঙ্গে ঘটল এমন ঘটনা? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। যে কোনও অলিম্পিক গেমসে 'নিউট্রাল' অর্থাৎ নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে কয়েকজন অংশ নেন। প্যারিস গেমসও তার ব্যতিক্রম নয়।

এবারের প্যারিস গেমসে 'নিউট্রাল' প্রতিযোগী হিসেবে লড়ছেন বেলারুশের ইভান লিটভিনোভিচ। প্যারিস গেমসে নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে প্রথম সোনা জিতেছেন ইভান। কিন্তু তিনি সোনা জেতার পরেও ওঠেনি তাঁর দেশের পতাকা, বাজেনি তাঁর দেশের জাতীয় সঙ্গীতও! পুরুষ বিভাগে ট্রাম্পোলিনে গতবারের চ্যাম্পিয়ন তিনি। এইবারেও ২৩ বছর বয়সী তারকা ট্রাম্পোলিনে চ্যাম্পিয়ন হয়েছেন। ধরে রেখেছেন তাঁর সোনার পদক।

চিনের ওয়াঙ্গ জি সাই পেয়েছেন রুপো এবং ইয়ান ল্যাঙ্গু পেয়েছেন ব্রোঞ্জ। এরপরেও বেলারুশের জাতীয় সঙ্গীত বাজেনি কারণ এবার গেমসে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন, লড়াই করছেন। কারণ রাশিয়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ লড়ছে এবং সেই যুদ্ধে রাশিয়ার পক্ষে থেকে তাদেরকে সাহায্য করছে বেলারুশ।

আরও পড়ুন:- TNPL 2024 Final: টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি অশ্বিনের, ফাইনালের সেরা হয়ে চ্যাম্পিয়ন করালেন দলকে

এই কারণে এই দুই দেশকে আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে নিষিদ্ধ করা হয়েছে। তাই এই দেশ দুটি থেকে যেসব অ্যাথলিটরা কোয়ালিফাই করেছেন তারা কোনও পতাকার তলায় নেই। তাই তারা পদক জিতলে তাদের দেশের পতাকাও ওঠানো হচ্ছে না। আর সোনা জিতলেও তাদের দেশের জাতীয় সঙ্গীত বাজছে না।

আরও পড়ুন:- Paris Olympics India's Day 10 Schedule: সোমবার ব্রোঞ্জ মেডেল ম্যাচ লক্ষ্য সেনের, দেখুন ভারতের দশম দিনের সম্পূর্ণ সূচি

যে সব প্রতিযোগীরা অলিম্পিক গেমসে খেলছেন এই দুই দেশ থেকে, তারা সরাসরি এই যুদ্ধকে সমর্থন করছেন না, তা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই তাদেরকে অনুমতি দিয়েছে আইওসি। উদ্বোধনী অনুষ্ঠানে এই সব অ্যাথলিটরা থাকার সুযোগ পাননি। তারা সমাপ্তি অনুষ্ঠানেও থাকতে পারবেন না। এই দুই দেশের অ্যাথলিটরা পদক জিতলে তা মেডেল‌ তালিকায় প্রতিফলিত হবে না। তা তাদের ব্যক্তিগত রেকর্ডে যাবে।

আরও পড়ুন:- Sri Lanka Beat India: জলে গেল রোহিতের মারকাটারি হাফ-সেঞ্চুরি, শ্রীলঙ্কার ২৪০ রান তাড়া করতে নেমে হেরে বসল ভারত

এবারের অলিম্পিকে রাশিয়া থেকে এমন ১৫ জন এবং বেলারুশ থেকে এমন ১৭ জন অ্যাথলিট রয়েছেন। ইভান লিটভিনোভিচ এদিন সোনা জেতার পরে তাঁর দেশের জাতীয় সঙ্গীতের বদলে বাজানো হয় আইওসি অনুমোদিত একটি জেনারেল টোন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভয়কে জয়, আন্দোলন থেকে সরছি না, অকপট জুনিয়র ডাক্তার, বাংলায় রাজনীতির নয়া দিশা? বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সকলেই! সামনে উঠে এল আসল সত্য জঙ্গলমহল, পাহাড়, ব্যারাকপুরকে 'ঠান্ডা' করেছেন- সেই মনোজ পারবেন কলকাতাকে সামলাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত! কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করে বলল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.