শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ইতিহাসে অন্যতম পুরানো লড়াইয়ের অন্য়তম অ্যাসেজের লড়াই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দেয় ছোট্ট 'আর্ন' টি জয়ের উদ্দেশ্যে। টি-২০ বিশ্বকাপের পরেই বসবে এই অ্যাসেজের আসর। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান অধিনায়ক জো রুট জানিয়েছিলেন তার দুই সন্তান খুব ছোট হওয়ার কারণে তিনি আসন্ন অ্যাসেজে মন চাইলেও হয়তো নাও খেলতে পারেন। আর রুটের এই বক্তব্যকে কটাক্ষ করে অজি অধিনায়ক পেইনের বক্তব্য, রুট আসুন বা ‘না’ আসুন সময় মতো আয়োজিত হবে প্রতিযোগিতা।
উল্লেখ্য রুটের পাশাপাশি ইংল্যান্ডের সহ অধিনায়ক জস বাটলারও জানিয়েছিলেন অস্ট্রেলিয়াতে করোনা বিধির জন্য নানাবিধ বিধিনিষেধের ফলে যদি তার পরিবার তার সঙ্গে না থাকতে পারেন তাহলে তিনিও অ্যাসেজ খেলবেন না। এই পরিপ্রেক্ষিতে টিম পেইনের বক্তব্য 'কেউ তাদেরকে খেলতে আসার জন্য জোর করছে না। ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে শুরু হতে চলা সিরিজ সূচি মেনেই খেলা হবে। তা সে জো রুট আসুন বা না আসুন।'
উল্লেখ্য বায়ো বাবলের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আলাপ আলোচনা চালানো হচ্ছে। ক্যানবেরার স্থানীয় সরকার , ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা চলছে। পরিবার নিয়ে আসার অনুমতি পাওয়ার বিষয়ে মূলত এই আলোচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পেইনের আরও মন্তব্য 'আমরা কখনও জনসমক্ষে ইংল্যান্ডের কোন ক্রিকেটারকে বলতে শুনিনি তারা অ্যাসেজ খেলতে আসতে চাননা। সবটাই অন্যান্য মহল থেকে সামনে আসছে।'