বাংলা নিউজ > ময়দান > ‘রোহিত রান না করলে কেউ কিছু বলছে না,’ কোহলির জন্য হিটম্যানকে হিট করলেন গাভাসকর

‘রোহিত রান না করলে কেউ কিছু বলছে না,’ কোহলির জন্য হিটম্যানকে হিট করলেন গাভাসকর

বিরাট কোহলির জন্য রোহিত শর্মাকে হিট করলেন সুনীল গাভাসকর (ছবি-টুইটার)

বিরাট কোহলিকে ডিফেন্ড করতে গিয়ে সুনীল গাভাসকর স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন অন্য ব্যাটসম্যানরা রান করে না, তখন কেউ এটা নিয়ে কথা বলছে না। ফর্মটি অস্থায়ী এবং ক্লাসটি স্থায়ী, তবে আপনি কেবল ফর্মের কথা বলছেন। দল এখন যেভাবে খেলছে, আপনি কয়েকবার ব্যর্থ হতেই পারেন।’

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এই দিনগুলি তার ক্যারিয়ারের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই রান পাচ্ছেন না বিরাট কোহলি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে ১ ও ১১ রান করেছেন বিরাট কোহলি। এখন টি-টোয়েন্টি দল থেকেও বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথা চলছে। 

এদিকে, বিরাটের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। বিরাট কোহলিকে রক্ষা করতে গিয়ে রোহিত শর্মাকে একহাত নিয়ে নিলেন লিটল মাস্টার। সুনীল গাভাসকর বলেছেন, ‘রোহিত শর্মা রান না করলে কেউ কেন এ নিয়ে কথা বলেন না, আমি বুঝি না।’

আরও পড়ুন… ‘IPL এ ছুটি নাও নি, দেশের হয়ে খেলার সময় বিশ্রাম কেন?’ কোহলিদের গাভাসকরের প্রশ্ন

আসলে বিরাট কোহলিকে ডিফেন্ড করতে গিয়ে সুনীল গাভাসকর স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন অন্য ব্যাটসম্যানরা রান করে না, তখন কেউ এটা নিয়ে কথা বলছে না। ফর্মটি অস্থায়ী এবং ক্লাসটি স্থায়ী, তবে আপনি কেবল ফর্মের কথা বলছেন। দল এখন যেভাবে খেলছে, আপনি কয়েকবার ব্যর্থ হতেই পারেন।’

আরও পড়ুন… ‘IPL এ ছুটি নাও নি, দেশের হয়ে খেলার সময় বিশ্রাম কেন?’ কোহলিদের গাভাসকরের প্রশ্ন

বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে সুনীল গাভাসকর বলেন, ‘বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে এখনও দুই মাস বাকি, তাই নির্বাচক কমিটি আপনার সঙ্গে আছে এবং দল ঘোষণার আগে সবকিছু পরীক্ষা করা হবে। এখন থেকে এ নিয়ে কথা বলা ঠিক হবে না, একটু সময় দেওয়া উচিত।’ এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বিরাট কোহলির সমালোচনা করে বলেছিলেন যে বিশ্বের দ্বিতীয় র‌্যাঙ্কের টেস্ট বোলার অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনার এক নম্বর ব্যাটসম্যানকেও বাদ দেওয়া হতে পারে। বিরাট কোহলি ভালো পারফর্ম না করতে পারলে তরুণদের সুযোগ পাওয়া উচিত। তবে এবার কপিল দেবের উল্টো পথে কথা বললেন সুনীল গাভাসকর। 

বন্ধ করুন