বাংলা নিউজ > ময়দান > ODI কেউ দেখবে না, জনপ্রিয় হবে T10- রবিন উথাপ্পা

ODI কেউ দেখবে না, জনপ্রিয় হবে T10- রবিন উথাপ্পা

রবিন উথাপ্পার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

রবিন উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় খেলাটি ছোট ফর্ম্যাটের দিকে এগোচ্ছে। তবে এটি দর্শকদের উপরও নির্ভর করবে। দর্শকরাই সিদ্ধান্ত নেন যে কোনটি বেশি জনপ্রিয় হবে এবং কোনটি বেশি চলবে। আর এই কারণেই টি-টোয়েন্টি ক্রিকেট সামনে এগিয়ে চলেছে।’

বর্তমানে বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছেন বহু ক্রিকেটপ্রেমী মানুষ। ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে গোটা বিশ্বে নানা ফর্ম্যাটে খেলা হচ্ছে ক্রিকেট। প্রথমে যা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেট দিয়ে। কিন্তু এর পর তৈরি হয়েছিল ওয়ানডে ফর্ম্যাট। একই সঙ্গে এখন টি-টোয়েন্টি থেকে টি-টেন লিগও খেলা হচ্ছে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে দর্শকরা দ্রুত ক্রিকেট দেখতে পছন্দ করেন। এমনকি টেস্ট ফর্ম্যাটেও মানুষ এখন আগ্রহ দেখাচ্ছেন না। প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটার রবিন উথাপ্পা এই বিষয়ে নিজের মতামত শেয়ার করেছেন।

আরও পড়ুন… ধোনি খেলবেন SA20? কী বলছেন গ্রেম স্মিথ

ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ওয়ানডে ক্রিকেট নিয়ে একটি চমকপ্রদ বক্তব্য দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই অলরাউন্ডার। রবিন উথাপ্পা বিশ্বাস করেন যে আগামী কয়েক বছরের মধ্যে মানুষ ওয়ানডে ফর্ম্যাটে আগ্রহ হারাতে শুরু করবে। একইসঙ্গে ছোট ফর্ম্যাটেও বেশি গুরুত্ব দিতে চাইবেন দর্শকরা। কেন ওয়ানডে ফর্ম্যাটে আগ্রহ হারাবে সাধারন দর্শক সে বিষয়ে আলোকপাত করলেন রবিন উথাপ্পা। তিনি বলেন, দর্শকদের মতে কোন ফর্ম্যাটে সবচেয়ে বেশি দেখা হচ্ছে তা অনুমান করা যায়। এখন পর্যন্ত বলা যায় টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দূর এগিয়ে গিয়েছে।

আরও পড়ুন… গ্রেফতার মেসি-নেইমারদের সতীর্থ দানি আলভেস! ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ

রবিন উথাপ্পা তার বক্তব্যে বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে দর্শকের সংখ্যা কমতে পারে।’ বর্তমানের দর্শকদের কথা ভেবে রবিন উথাপ্পা এমনটা বলেছেনন। তিনি বলেন, ‘আমার মনে হয় খেলাটি ছোট ফর্ম্যাটের দিকে এগোচ্ছে। তবে এটি দর্শকদের উপরও নির্ভর করবে। দর্শকরাই সিদ্ধান্ত নেন যে কোনটি বেশি জনপ্রিয় হবে এবং কোনটি বেশি চলবে। আর এই কারণেই টি-টোয়েন্টি ক্রিকেট সামনে এগিয়ে চলেছে।’

আরও পড়ুন… আমার ও শুভমনের বাবার জন্য একটি গর্বের দিন- যুবরাজের প্রশংসা শুনে কী বললেন গিল?

রবিন উথাপ্পা আরও বলেন, ‘আমি দেখছি ক্রিকেট সেদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। যেখানে ৫০ ওভারের ক্রিকেটে আমি মনে করি না যে মানুষ সাত ঘণ্টা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পছন্দ করবেন বা এত সময় বিনিয়োগ করতে পারবেন। আপনি জানেন এটি একদিনের খেলা এবং এটি ঘরে বসে টিভিতে দেখা যায়। আজকাল আপনি এটি অ্যাপেও দেখতে পারেন।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন