ICC T20 player of year- লড়াইয়ে নেই কোনও ভারতীয়, তালিকায় রিজওয়ান, হাসারাঙ্গা
Updated: 29 Dec 2021, 06:11 PM ISTআইসিসি-র বর্ষসেরা টি-২০ প্লেয়ার হওয়ার দৌড়ে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের। নমিনিতে জায়গা করে নিয়েছেন মোট চার জন প্লেয়ার। এই তালিকায় নেই বাবর আজমের নামও। তবে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান জায়গা করে নিয়েছেন। রয়েছেন জস বাটলার। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল মার্শও রয়েছেন তালিকায়।
পরবর্তী ফটো গ্যালারি