ডুরান্ড কাপ ২০২৪-এর প্রথম সেমিফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের ডার্বি জয় নর্থ-ইস্ট ইউনাইটেডের। শেষ চারের হার্ডলে শিলং লাজংয়ের বাধা টপকে প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল নর্থ-ইস্ট ইউনাইটেড।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে সম্মুখসমরে নামে শিলং লাজং ও নর্থ-ইস্ট ইউনাইটেড। আই লিগের একমাত্র দল হিসেবে এবছর ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠে শিলং লাজং। তারা কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে।
টুর্নামেন্টে শিলংয়ের চমকপ্রদ পারফর্ম্যান্সের জন্যই সেমিফাইনাল ম্যাচ হালকাভাবে নেওয়ার উপায় ছিল না নর্থ-ইস্টের। যদিও শেষমেশ লাজংকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি তাদের। সেমিফাইনালে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় নর্থ-ইস্ট এবং ফাইনালের টিকিট পকেটে পোরে।
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট। ১৩ মিনিটের মাথায় শিলং লাজংয়ের জালে প্রথমবার বল জড়ায় তারা। থই সিংয়ের গোলে ম্যাচে ১-০ লিড নেয় নর্থ-ইস্ট। ৩৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে ডাবল করে নর্থ-ইস্ট। আজারাইয়ের গোলে ম্যাচে ২-০ লিড নেয় তারা। বিরতিতে স্কোর-লাইন ছিল নর্থ-ইস্টের অনুকূলে ২-০।
বিরতির পরে পালটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে শিলং লাজং। নির্ধারিত ৪৫ মিনিটে তারা যেমন গোল করতে পারেনি, ঠিক তেমন নতুন করে কোনও গোল হজমও করেনি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে নর্থ-ইস্ট তৃতীয়বার বল জড়ায় শিলংয়ের জালে। ৯০+৩ মিনিটে নর্থ-ইস্টের হয়ে গোল করেন পরিবর্ত ফুটবলার পার্থিব গগৈ। শেষমেশ ৩-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নর্থ-ইস্ট।
মঙ্গলবার সল্ট-লেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে নামবে দুই আইএসএল জায়ান্ট মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে যারা জিতবে, খেতাবি লড়াইয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামবে নর্থ-ইস্ট ইউনাইটেড।
উল্লেখ্য, ডুরান্ড কাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচটিও খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৩১ অগস্ট সন্ধ্যায় সল্ট লেক স্টেডিয়ামে শুরু হবে ডুরান্ডের খেতাবি লড়াই। এখন দেখার যে, মোহনবাগান দ্বিতীয় সেমিফাইনালের লড়াই জিতে ফাইনালের টিকিট হাতে পায় কিনা।
শিলং লাজং এফসি-র প্রথম একাদশ
মানস দুবে (গোলকিপার), রনি উইলসন, কেনস্টার খারশং, আমন আলাওয়াত, ড্যানিয়েল গনসালভেস, হার্ডি ক্লিফ, ওয়াদাজিদ, হ্যাম ওহালাং, এভারব্রাইটন সানা, মারকোস রুডঅয়ার ও ফ্রাঙ্গকি বুয়াম।
নর্থ-ইস্ট ইউনাইটেডের প্রথম একাদশ
গুরমীত (গোলকিপার), দীনেশ সিং, মিগুয়েল জাবাকো, আশির সামতে, মহম্মদ আলি বেমাম্মের, নেস্টর রজার, মুথু মায়াকান্নান, থই সিং, আলায়েদ্দিন আজারাই ও জিতিন এমএস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।