২৯ বছরের রেকর্ড ভেঙে ৪০০ মিটার হার্ডেলে ইতিহাস রচনা নরওয়ের তারকা স্প্রিন্টারের
1 মিনিটে পড়ুন . Updated: 02 Jul 2021, 01:32 PM IST- বৃহস্পতিবার ওসলোতে ডায়মন্ড লিগ মিটে কার্স্টেন ওয়ারহোম এই নতুন রেকর্ড গড়েন। তিনি ৪০০ মিটারে সময় নেন ৪৬.৭০ সেকেন্ড।
টোকিও অলিম্পিক্স শুরু হতে আর বেশি সময় বাকি নেই। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর তার পারদও ধীরে ধীরে চড়তে শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে। আর সেই উত্তেজনাই আরও একটু বাড়িয়ে দিলেন নরওয়ের স্প্রিন্টার কার্স্টেন ওয়ারহোম। ৪০০ মিটার হার্ডেলে ২৫ বছর আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন নরওয়ের তারকা স্প্রিন্টার।
বৃহস্পতিবার ওসলোতে ডায়মন্ড লিগ মিটে কার্স্টেন ওয়ারহোম এই নতুন রেকর্ড গড়েন। তিনি ৪০০ মিটারে সময় নেন ৪৬.৭০ সেকেন্ড। এর আগে ১৯৯২ সালে ৪০০ মিটারে রেকর্ড করেছিলেন আমেরিকার কেভিন ইয়ং। তিনি সময় নিয়েছিলেন ৪৬.৭৮ সেকেন্ড।
৪০০ মিটার হার্ডেলে ৪৭ সেকেন্ড সময় পার করতে পেরেছেন মাত্র ৪ জন অ্যাথলিট। ওয়ারহোম, ইয়ং ছাড়াও এই তালিকায় রয়েছেন বেঞ্জামিন এবং কাতারের আবদেরামানে সাম্বা।
রেকর্ডের পর ওয়ারহোম বলেছেন, ‘এটা অসাধারণ অনুভূতি। আমি যে রেকর্ডটি ভেঙেছি সেটা আমার বয়সের থেকে বেশি পুরনো। এর জন্য অবশ্য গর্বিতবোধ করছি। আমার শারীরিক অবস্থা ভাল ছিল। পরিশ্রমও করেছি। তার সুফলই হয়তো পেয়েছি। তবে এটা আমার কাছে শেষ নয়। সবে শুরু। এই ফর্ম ধরে রাখতে আরও পরিশ্রম করতে হবে।’