মুথাইয়া মুরলিধরন, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, নাথান লিয়নের আগে ক্রিকেট বিশ্বে একটা সময় দাপিয়ে বেড়িয়েছিলেন পাকিস্তানের তারকা স্পিনার সাকলিন মুস্তাক। তিনি ছিলেন স্পিনের বেতাজ বাদশা। বিশ্বের যে কোনও ব্যাটারকে তাঁর দুসরা দিয়ে বিপদে ফেলতে পারতেন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তাঁর এই বোলিংয়ের সাহায্যে অসংখ্য সাফল্য পায় পাকিস্তান দল। টেস্ট ও ওয়ান ডে ম্যাচে সমানভাবেই কার্যকরী ছিল সাকলিনের স্পিন। টেস্টে নিয়েছেন ২০৮টি উইকেট এবং ওয়ানডে তে শিকার করেছেন ২৮৮টি উইকেট। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বারংবার জ্বলে উঠেছেন তিনি। টেস্টে সাকলিন শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়েছেন ৩৪ টি উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সংগ্রহ ৩০টি উইকেট। তারপরে রয়েছে ভারত। ২৫টি উইকেট নিয়েছেন ভারতীয়দের বিরুদ্ধে। যদিও একদিনের ম্যাচে তিনি ভারতের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ৫৭ টি উইকেট নেন।
সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব তীব্রতায় ভরা ছিল। তবে ভারতীয়দের মধ্যে অজয় জাদেজার উইকেট নেওয়া মুস্তাকের কাছে সব থেকে বেশি সহজতর ছিল। ওয়ান ডেতে ৬ বার অজয়ের উইকেট নিয়েছেন সাকলিন। ১৯৯৭ সালে একটি ওডিআই সিরিজ চলাকালীন সাকলিন জাদেজাকে তিনটি ম্যাচে তিনবার ক্লিন বোল্ড করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুস্তাক বলেন, 'একটা সময় ছিল যখন আমাকে বোলিং করতে দেখে অজয় জাদেজার মুখ ফ্যাকাশে হয়ে যেত। আমি নিশ্চিত যে, সে কখনোই আমার বিপক্ষে এক ওভার টেকেনি। কিন্তু বাকি সব ক্রিকেটার সচিন, আজহারউদ্দিন, সৌরভ, দ্রাবিড়রা বিপজ্জনক ব্যাটার ছিল। ওদের বিরুদ্ধে বল করা খুব কঠিন।'
১৯০০ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের মধ্যে সচিন এবং দ্রাবিড়কে বল করা সবচেয়ে কঠিন ছিল বলে মনে করেন মুস্তাক। সাকলিন টেস্টে ৩ বার দ্রাবিড়কে আউট করেন। তেন্ডুলকরকে ওয়ান ডেতে দুইবার এবং টেস্টে তিনবার আউট করেন।
এই বিষয়ে সাকলিন বলেন, 'আমি দ্রাবিড় এবং সচিনকে আউট করেছি তবে তাদেরকে আউট করতে আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ইঁদুর ধরা এবং বাঘ ধরার মধ্যে অনেক তফাৎ আছে। ওদের মতো ক্রিকেটারকে চট করে আউট করা যায় না। অনেক ভেবে ওদেরকে ফাঁদে ফেলতে হয়। এটা খুব সহজ কাজ নয়। বিশ্বমানের ক্রিকেটারদের উইকেট পেতে হলে ধৈর্য ধরতে হবে। চেষ্টা করে যেতে হবে। কিভাবে আউট করতে হবে এবং তার ভাবনা চিন্তাকে অনেকটা প্রসারিত করতে হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।