বাংলা নিউজ > ময়দান > দীর্ঘক্ষণ ব্যাটের ক্ষেত্রে সচিন নন, সাঙ্গাকারার পছন্দ অপর প্রাক্তন ভারতীয় ব্যাটার

দীর্ঘক্ষণ ব্যাটের ক্ষেত্রে সচিন নন, সাঙ্গাকারার পছন্দ অপর প্রাক্তন ভারতীয় ব্যাটার

কুমার সাঙ্গাকারা। ফাইল ছবি

আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাইরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পালন করছেন কুমার সাঙ্গাকারা। দলের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন একদা তার সতীর্থ লাসিথ মালিঙ্গা

শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ডন ব্র্যাডম্যানের পরেই একবাক্যে শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে যার নাম উঠে আসে তিনি কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর। দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে হেন কোন ব্যাটিং রেকর্ড হয়ত নেই যা হয়ত তিনি স্পর্শ করেননি। তবে ২২ গজে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের ক্ষেত্রে তার পছন্দের ব্যাটার হিসেবে সচিনকে নয় বরঞ্চ শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বেছে নিলেন অপর প্রাক্তন ভারতীয় ব্যাটার তথা বর্তমান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে।

আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাইরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পালন করছেন কুমার সাঙ্গাকারা। দলের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন একদা তার সতীর্থ লাসিথ মালিঙ্গা। এই দুই কিংবদন্তি সম্প্রতি মেতেছিলেন এক মজার আড্ডাতে। আড্ডায় সর্বকালের সেরা বোলার থেকে বিভিন্ন ক্রিকেটারদের কুসংস্কার সহ নান বিষয়ে অকপট মতামত ব্যক্ত করেন দুই কিংবদন্তি।

সেই আড্ডাতেই সাঙ্গাকারা প্রশ্ন করা হয়েছিল 'সারা জীবন' আপনার হয়ে ব্যাট করার জন্য আপনি কাকে বেছে নেবেন? উত্তরে কোনও দ্বিধা ছাড়াই সাঙ্গাকারা ভারতীয় কিংবদন্তি তথা বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের নামটি নেন‌। দ্রাবিড়কে তার ডিফেন্সের জন্য সবার থেকে এগিয়ে রেখেছেন সাঙ্গাকারা। উল্লেখ্য ওয়ানডে ক্রিকেটেও ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক দ্রাবিড়। ৩৪৪ ম্যাচ খেলে তার সংগ্রহ ১০,৮৮৯ রান। গড় ৩৯.৪০। এই প্রসঙ্গে বলতে গিয়ে সাঙ্গাকারার বক্তব্য 'যে রোলের কথা বলছ সেই রোলে রাহুল দ্রাবিড় অসাধারণ, অনবদ্য পারফর্মার। ওকে 'দি ওয়াল' নামে ডাকা হয় তার একটা প্রধান কারণ হচ্ছে ওর টেকনিক এবং দীর্ঘক্ষণ ২২ গজে টানা খেলার ক্ষমতা।'

বন্ধ করুন