বাংলা নিউজ > ময়দান > ওয়েস্ট ইন্ডিজে পাওয়া সাফল্যে বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই, কেন এমন বললেন তামিম ইকবাল?

ওয়েস্ট ইন্ডিজে পাওয়া সাফল্যে বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই, কেন এমন বললেন তামিম ইকবাল?

সতীর্থদের সাবধান করলেন তামিম ইকবাল (ছবি-এএফপি)

তামিম ইকবাল বলেছিলেন, ‘যে কোনও অ্যাওয়ে সিরিজে জয় সবসময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ জয়টাও ছিল বিশাল। কিন্তু আমি আমার দলকে বলেছিলাম,  ওয়েস্ট ইন্ডিজে জয়টা একটা অসাধারণ কৃতিত্ব হলেও এই সিরিজ জয় আমাদের মাথায় রাখা উচিত নয়।’

শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের সফর শুরু করবে টিম ইন্ডিয়া। তবে এর কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সতীর্থদের এই ফল নিয়ে খুব বেশি উত্তেজিত ছিলেন না। এবং তিনি তার সতীর্থদেরও বেশি উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। 

আরও পড়ুন… কিছু করেছি বলেই তো এখানে আছি, ১০ বছরের প্রাপ্তি দিয়ে সমালোচকদের ‘গব্বর’-এর জবাব

এ ব্যাপারে ইএসপিএনক্রিকইনফোকে তামিম ইকবাল বলেছিলেন, ‘যে কোনও অ্যাওয়ে সিরিজে জয় সবসময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ জয়টাও ছিল বিশাল। কিন্তু আমি আমার দলকে বলেছিলাম,  ওয়েস্ট ইন্ডিজে জয়টা একটা অসাধারণ কৃতিত্ব হলেও এই সিরিজ জয় আমাদের মাথায় রাখা উচিত নয়।’

এর ব্যাখ্যা দিয়ে তামিম ইকবাল বলেছিলেন, ‘এই পিচে স্পিনারা অনেক সুবিধা পেয়েছিল। বিদেশে এই ধরনের সাহায্য পাওয়া যায় না। আমাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ এবার ভারত নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, তাহলে কী শিখর ধাওয়ান-রাহুল দ্রাবিড়রা তামিমের কথাকে মাথায় রেখেই নিজেদের গেম প্ল্যান তৈরি করবেন। অর্থাৎ স্পিনের কথা ভেবেই কি নিজেদের দল সাজাবেন।

আরও পড়ুন… কিছু করেছি বলেই তো এখানে আছি, ১০ বছরের প্রাপ্তি দিয়ে সমালোচকদের ‘গব্বর’-এর জবাব

ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে তামিম ইকবাল বলেছিলেন, ‘এটি এমন একটি উইকেট, যেখানে আপনাকে সর্বাধিক শট কাটতে হয়েছিল।  অবশ্য এখানে শট খেলা কঠিন ছিল। বল অনেক ঘুরছিল। ভাগ্যক্রমে আমাদের বড় স্কোর তাড়া করতে হয়নি।’

 

বন্ধ করুন