চিরপ্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে কোচ নিয়োগ করে চমক দিয়েছিলেন নোভাক জকোভিচ। এবছরের অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তাঁকে কোচ নির্বাচিত করেন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর টেনিসকে বিদায় জানিয়েছিলেন অ্যান্ডি মারে, সেই একই মঞ্চে সোনার পদক জিতেছিলেন জকোভিচ। তারপরেই হঠাৎ করে কোচ হিসাবে মারেকে বেছে নেন জোকার। অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা ভালো করলেও শেষে অপ্রত্যাশিত ভাবে বিদায় নিতে হয় তাঁকে। এরপরেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল, মারেকে কী আর কোচ হিসাবে রাখবেন তিনি? জানা যাচ্ছে এখনই বিচ্ছেদ ঘটছে না জকোভিচ-মারের। অন্তত উইম্বলডন পর্যন্ত নোভাকের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি।
গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা ভালোই করেছিলেন নোভাক জকোভিচ। বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছিলেন তিনি। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় চোট। সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দেন নোভাক। তার আগে কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই দিয়েছিলেন তিনি। পরাজিত করেন কার্লোস আলকারাজকে। ওই ম্যাচেই পায়ে চোট পেয়েছিলেন জকোভিচ। কিন্তু খেলা চালিয়ে নিয়ে যান। সেই চোটই সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
অ্যান্ডি মারে এবং নোভাক জকোভিচের বিচ্ছেদের জল্পনার কারণ এই হার নয়। আসলে শোনা যাচ্ছিল মারে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুকে কোচিং করাতে পারেন। তবে তা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। কারণ আপাতত জোকারের সঙ্গে কাজ করতেই আগ্রহী মারে। আর নোভাকও তাঁকে ছাড়তে রাজি নন। দু’জনেই একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন তা আগেই বলেছিলেন। এবছর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৩০ জুন, শেষ হবে ১৩ জুলাই। কমপক্ষে ততদিন পর্যন্ত একসঙ্গে থাকবেন এই জুটি।
উল্লেখ্য, ২০২৩-এ দীর্ঘ দিনের কোচ গোরান ইভানিসেভিচকে নিজের দল থেকে সরিয়ে দেন জকোভিচ। তাঁর জায়গায় নতুন কোচ হিসাবে ২০২৪-এ নিয়ে আসেন অ্যান্ডি মারেকে। অন্যদিকে নোভাকের পায়ের চোট যথেষ্ট গুরুতর। মেডিক্যাল রিপোর্ট থেকে জানা যায়, হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে তাঁর। সেই কারণে কয়েকমাসের জন্য কোর্টের বাইরে থাকতে হবে এই সার্বিয়ান টেনিস তারকাকে। সম্প্রতি বেরগ্রেডে চিকিৎসার জন্য গেছিলেন জোকার। সেখান থেকে আসে সুখবর। জানা যাচ্ছে, আগামী কাতার ওপেনে ফের একবার টেনিস কোর্টে ফিরতে পারেন জকোভিচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।