২০২১ সালটা দুরন্ত কেটেছে নোভাক জকোভিচের। একদিকে যেখানে রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল নিজেদের চোট সমস্য়ায় জর্জরিত ছিলেন, সেখানে জকোভিচ তিনটি গ্র্যান্ডস্ল্যামসহ একের পর এক খেতাব নিজের ঝুলিতে পুড়েছেন। নতুন বছরে সার্বিয়ান তারকার শ্রেষ্ঠত্ব প্রমাণের নতুন সুযোগ নিয়েই শুরু হতে চলেছে।
বর্তমানে ফেডেরার এবং নাদালের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের (২০টি) রেকর্ড রয়েছে ‘জোকার’-র দখলে। সেই রেকর্ড ভেঙে জকোভিচের এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামের মালিক হওয়ার হাতছানির বিষয়ে মোটামুটি সকলেই অবগত। এ বছর পরপর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে দানিল মেদভেদেভের কাছে ফাইনালে হেরে স্টেফি গ্রাফের ‘ক্যালেন্ডার স্ল্যাম’ জয়ের রেকর্ড ছুঁতে ব্যর্থ হয়েছেন জকোভিচ। তবে গ্রাফেরই আরেক সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারেন বর্তমান এক নম্বর পুরুষ টেনিস তারকা।
সোমবার (৬ ডিসেম্বর) ৩৫০ সপ্তাহ পুরুষদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার মাইলফলক গড়েছেন জকোভিচ। এ বছর মিলিয়ে মোট রেকর্ড সপ্তমবার শীর্ষে থেকে বছর (দ্বিতীয় স্থানে থাকা পিট স্যামপ্রাস ছয় বছর ছিলেন) শেষ করছেন ৩৪ বছর বয়সী টেনিস তারকা। নতুন বছরে পুরুষ ও মহিলা মিলিয়ে নাগাড়ে সর্বোচ্চ সপ্তাহ শীর্ষে থাকার স্টেফি গ্রাফের (৩৭৭ সপ্তাহ) রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে জকোভিচের সামনে। প্রসঙ্গত, পুরুষ টেনিস তারকা হিসেবে সর্বোচ্চ সপ্তাহ একে থাকার রজার ফেডেরারের (৩১০ সপ্তাহ) রেকর্ড মার্চেই ভেঙেছিলেন জকোভিচ। তিনি যে হারে পারফর্ম করছেন তাতে গ্রাফের রেকর্ড ভাঙাটা তাঁর কাছে খুব একটা মুশকিল হবে বলে মনে হয়না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।