শুভব্রত মুখার্জি: লন টেনিসের ইতিহাসে কিংবদন্তি খেলোয়াড় সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সম্প্রতি তিনি জিতে নিয়েছেন তাঁর কেরিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট। নজির স্পর্শকারী এই শিরোপা জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন অপর কিংবদন্তি রাফায়েল নাদালকে। এই মুহূর্তে দুই তারকার ঝুলিতেই রয়েছে ২২টি করে গ্রান্ড স্ল্যাম খেতাব। আর কেরিয়ারের ২২তম গ্রান্ড স্ল্যাম খেতাব জিততে নাকি কার্যত নিজের জীবনকে বাজি রেখেছিলেন নোভাক! প্রায় ৩ সেন্টিমিটার দীর্ঘ হ্যামস্ট্রিং নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জকোভিচ! বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলে।
প্রসঙ্গত অ্যাডিলেডে ওয়ার্ম আপ শিরোপা জেতার সময়েই হ্যামস্ট্রিংয়ে চোট পান নোভাক জকোভিচ। মরশুমের প্রথম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন স্টেফানোস সিতসিপাসকে। সেন স্পোর্টস ডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেগ টিলে জানিয়েছেন 'এই যে ছেলেটিকে (জকোভিচ) দেখছেন ওঁর হ্যামস্ট্রিংয়ে তিন সেন্টিমিটার ছেঁড়া ছিল। সেই নিয়েই ও খেলা চালিয়ে গিয়েছে।'
তিনি আরও যোগ করেন 'এই নিয়ে জল্পনা ছিল যে বিষয়টি সত্যি কিনা (নোভাকের হ্যামস্ট্রিং চোট)। এটা বিশ্বাস করাটাই সত্যি কঠিন ছিল। সেটা নিয়েই যে ও শুধু খেলেছে তাই নয় টুর্নামেন্টও জিতেছে এটাই অবিশ্বাস্য একটা বিষয়। এরকম চোট নিয়ে যে কেউ খেলতে পারে সেটা ভাবাটাই অস্বাভাবিক। ও অসাধারণ একজন প্রফেশনাল। যেভাবে বিষয়টাকে ম্যানেজ করেছে আমি অভিভূত তাতে।' উল্লেখ্য ফাইনাল জেতার পরে নোভাক জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচও জানিয়েছিলেন কীভাবে চোট নিয়েই ফাইনাল জিতেছেন জোকার। টিলে আরও জানান 'প্রতিদিন, প্রতি মুহূর্তে ও (নোভাক) যা করছে তাতে ওঁর মনোসংযোগ দেখার মতো। ওঁর নিষ্ঠা অনবদ্য। কী খাচ্ছে, কী পান করছে সবকিছুর বিষয়ে ও প্রতি মুহূর্তে আলাদা করে নজর দেয়। কোনও ভেঙে পড়া নেই। কোনও মানসিকভাবে ভেঙে পড়া নেই। ওঁর এই নিষ্ঠা অনবদ্য। ১০ টি অস্ট্রেলিয়ান ওপেন জয় অবিশ্বাস্য! আমি মনে করি না কোনওদিন এই পারফরম্যান্সের কোনও পুনরাবৃত্তি আর হবে বলে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।