বাংলা নিউজ > ময়দান > রোলাঁ গারোয় একই অর্ধে নাদাল, জকোভিচ, কোয়ার্টারেই হতে পারে রাফা-জোকার মহারণ

রোলাঁ গারোয় একই অর্ধে নাদাল, জকোভিচ, কোয়ার্টারেই হতে পারে রাফা-জোকার মহারণ

গত বছর রোলাঁ গারোয় নিজেদের ম্যাচের পর জকোভিচ ও নাদাল। ছবি- রয়টার্স। (REUTERS)

সেমিফাইনালে নাদাল বা জকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আলকারাজের।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের ড্র ইতিমধ্যেই সামনে চলে এসেছে। ড্রয়ে এক অর্ধেই একগুচ্ছ তারকার সমাহার। নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও উঠতি তারকা কার্লোস আলকারাজ তিন জনেই রোলাঁ গারো ড্রয়ে একই অর্ধে রয়েছেন। ফলে মহাতারকাদের মহারণ দেখতে একেবারে শেষ অবধি এবার অপেক্ষা করতে হবে না দর্শকদের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচ যথারীতি এই স্ল্যামের শীর্ষ বাছাই। রেকর্ড রোলাঁ গারো তথা গ্র্যান্ড স্ল্য়াম জয়ী রাফায়েল নাদাল পঞ্চম বাছাই। সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালেই জকোভিচ-নাদালের মহারণ দেখার সম্ভাবনা রয়েছে। সদ্য ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়া জকোভিচ বেশ ভাল ফর্মেই রয়েছেন। দুই বারের ফরাসি ওপেন বিজেতা বলেন, ‘আমি নিজের সেরা টেনিস খেলতে মুখিয়ে রয়েছি। প্যারিসে তো বরাবরই ভাল খেলি। গত বছর এখানেই আমার জীবনের সবথেকে কঠিন মেজরটি আমি জিতেছিলাম।’

গত বছর প্রথমে প্রি-কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তি এবং ফাইনালে স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে দুই সেটে পিছিয়ে পড়েও স্ল্যাম জেতেন ‘জোকার’। অপরদিকে, কিছুদিন আগেই মাদ্রিদ ওপেনে প্রথম খেলোয়াড় হিসাবে ক্লে-কোর্টে পরপর নাদাল ও জকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েন স্পেনের আলকারাজ। তাঁকে নাদালের উত্তরসূরি বলে মনে করছেন অনেকেই। ১৯ বছর বয়সি আলকারাজ মাত্র অষ্টম টিনএজার হিসাবে গ্র্য়ান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন। নাদাল বা জকোভিচের সঙ্গে সেমিফাইনালে সাক্ষাৎ হচে পারে আলকারাজের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন