অস্ট্রেলিয়ান ওপেনে এটা এমন একটা সমাপ্তি ছিল না যেটা নোভাক জকোভিচ আশা করেছিলেন। সবকিছু দেওয়ার পরও, ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে অ্যালেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পেশির ছিঁড়ে যাওয়া চোটের কারণে তাকে অবসর নিতে বাধ্য হতে হয়েছিল। প্রথম সেটের টাইব্রেকারে হেরে যাওয়ার পর তিনি ম্যাচ চালিয়ে যেতে পারেননি। তবে, অবসর নেওয়ার কারণে দর্শকদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনার পরিবর্তে দুয়োধ্বনি শুনতে হয়েছিল সার্বিয়ান তারকাকে। কিন্তু, তিনি তার সমালোচকদের উপযুক্ত জবাব দিলেছেন।
সমালোচকদের কঠোর জবাব দিলেন জকোভিচ
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তরা জকোভিচের চোট নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। কিছুক্ষণ আগে, নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নিজের এক্স-রে রিপোর্ট শেয়ার করেছেন। যেখানে তার পেশির ছিঁড়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে। তিনি লেখেন, ‘সব স্পোর্টস ইনজুরি ‘বিশেষজ্ঞদের’ জন্য এটি রেখে গেলাম।’
আরও পড়ুন… আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে চাই না: আগরকরের চেয়ারে কেন বসতে চান না অশ্বিন?
বেশ কিছু ভক্ত মনে করেছিলেন যে তার চোট তেমন গুরুতর ছিল না, এমনকি কিংবদন্তি জন ম্যাকেনরোও তার চোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা প্রথমবার নয় যখন আমরা এই নাটক দেখতে পাচ্ছি। বোকা বানাবেন না।’ এই প্রসঙ্গে, জকোভিচ তার এক্স-রে রিপোর্ট প্রকাশ করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন।
ম্যাকেনরোর মন্তব্যের জবাবে জকোভিচ
কার্লোস আলকারাজের বিরুদ্ধে ম্যাচের পর, সাংবাদিকরা যখন ম্যাকেনরোর মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেন, তখন জকোভিচ জবাবে বলেন, ‘সত্যি বলতে, আমি এসব মন্তব্য দেখিনি, তাই কিছু বলতে পারছি না। কিন্তু আমি যা বলতে পারি তা হল— বিচার ও সমালোচনা করা সহজ, কিন্তু বুঝতে পারা কঠিন। জীবনে এটি আমি একটি শিক্ষা হিসেবে নিয়েছি।’
আরও পড়ুন… জানেন কেন স্টাম্প মাইকের থেকে দূরে থাকেন সূর্যকুমার? বিষয়টা নাকি রোহিতের সঙ্গে যুক্ত
অ্যালেকজান্ডার জেভরেভ দর্শকদের দুয়োধ্বনিতে হতাশ হন এবং অস্ট্রেলিয়ান ওপেনের ভক্তদের উদ্দেশে শক্তিশালী বার্তা দেন। তিনি বলেন, ‘দয়া করে, যখন একজন খেলোয়াড় চোটের কারণে বিদায় নেয়, তখন তাকে দুয়ো দেবেন না। আমি জানি, সকলেই টিকিট কিনেছেন এবং উত্তেজনাপূর্ণ পাঁচ সেটের ম্যাচ দেখতে চান। তবে আপনাদের বুঝতে হবে। নোভাক জকোভিচ গত ২০ বছর ধরে এই খেলায় তার জীবন উৎসর্গ করেছেন।’
আরও পড়ুন… India vs England 2nd T20I Live Score: ভারতকে ১৬৬ রানের টার্গেট দিল ইংল্যান্ড
জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভঙ্গ
এই পরাজয়ের ফলে জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আপাতত ভেঙে গেছে। বর্তমানে ৩৭ বছর বয়সি জকোভিচের কেরিয়ারে খুব বেশি সময় বাকি নেই। তবে তিনি দ্রুত চোট কাটিয়ে ফিরে আসার চেষ্টা করবেন। অন্যদিকে, জেভরেভ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আরেকটি সুযোগ পেয়েছেন এবং ফাইনালে জানিক সিনারের বিরুদ্ধে লড়বেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।