শুভব্রত মুখার্জি: টেনিসের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার নোভক জকোভিচ। ইতিমধ্যেই ক্যারিয়ারে তিনি ২২টি গ্রান্ড স্ল্যাম জিতে ফেলেছেন। রাফায়েল নাদালের সঙ্গে যৌথ ভাবে নজির গড়েছেন তিনি। তবে শেষ দুই বছরে তাঁর পথ চলাটা একেবারেই মসৃণ ছিল না। বিশেষ করে কোভিডকালে। কোভিডের সময়ে করোনা ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন নোভক জকোভিচ। সেই সময়ে ভ্যাকসিন না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে দেওয়া হয়নি তাঁকে। আর চলতি বছরেও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল। কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেনে নামতে পারেননি তিনি। করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের নীতির কারণে সেই দেশে প্রবেশের ছাড়পত্রই দেওয়া হয়নি জোকারকে। ফলে খেলা হয়নি এই টুর্নামেন্টেও। কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে আমেরিকাতে টুর্নামেন্ট না খেলতে পারার জন্য অবশ্য কোনও আফসোস নেই জকোভিচের। সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ক্যানসার মুক্ত হলেন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা
৩৫ বছর বয়সি নোভক জকোভিচের তরফে আমেরিকার সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তিনি বিশেষ অনুমতিও চেয়েছিলেন। তবু ভ্যাকসিন না নেওয়ার কারণে তাঁকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেনে খেলা হয়নি তাঁর। আমেরিকাতে এই মুহূর্তে কোভিড ইমার্জেন্সি জারি করা রয়েছে। এর ফলে ভ্যাকসিন না নেওয়া থাকলে, সেই দেশে কোনও বিদেশি প্রবেশ করতে পারবেন না। যদিও এই নিয়ম কয়েক দিন বাদেই সরকার তুলে দেবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার সরকার মে মাসের পরে এই নীতির পর্যালোচনা করবে। তখন এই নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষেধাজ্ঞা বাতিল করবে উইম্বলডন: রিপোর্ট
বিষয়টি নিয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নোভক জকোভিচ বলেছেন, ‘আমার কোনও আফসোস (ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেনে না খেলার) নেই। আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি। তাঁর থেকে এটা শিখেছি যে, আফসোস একটা জায়গায় ধরে রাখে। আফসোস আপনাকে অতীতে বাঁচিয়ে রাখে। আর আমি সেটা করতে চাই না। ভবিষ্যত নিয়েও খুব বেশি ভাবতে চাই না। আমি বর্তমান সময়ে বাঁচতে চাই। তবে ভবিষ্যত নিয়ে ভাবি । ভবিষ্যতকে ভালো করার চেষ্টা করি সব সময়ে।’
সদ্য এক নম্বরে উঠে আসা কার্লোস আলকারাজ সম্পর্কে বলতে গিয়ে নোভক জকোভিচ বলেচেন, ‘আমি আলকারাজকে শুভেচ্ছা জানাচ্ছি। আলকারাজ শীর্ষ পজিশনে ফিরে আসার ক্ষেত্রে যোগ্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।