অস্ট্রেলিয়ান ওপেনের পর কাতার ওপেনে ধাক্কা নোভাক জকোভিচের। পরাজিত হলেন ইতালিয়ান টেনিস খেলোয়াড় ম্যাটেও বেরেত্তিনির কাছে। মঙ্গলবার রাউন্ড অফ ৩২-এর খেলায় ৭-৬ (৭/৪), ৬-২ ব্যবধানে পরাজিত হয় এই সার্বিয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের পর এদিন প্রথমবার খেলতে নেমেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা ভালো করলেও শেষে অপ্রত্যাশিত ভাবে বিদায় নিতে হয় তাঁকে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছিলেন তিনি। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় চোট। সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দেন নোভাক। তবে কাতার ওপেনের প্রথম রাউন্ডে হারের জন্য তিনি ফিটনেসকে দায়ী করেননি।
নোভাকের সাফ বক্তব্য, ‘আমি আজ একজন ভালো খেলোয়াড়ের কাছে পরাজিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি আমার কাঙ্খিত স্তরে ছিলাম না। এটা হতে পারে যে আমি এখনও যেভাবে নড়াচড়া করতে চাই সেভাবে করতে পারছি না, তবে আমি ব্যথা ছাড়াই খেলেছি, তাই এতে কোনও অজুহাত নেই। আমি সত্যি বলতে মনেকরি সে কৌশলগত ভাবে ভালো খেলেছে। তাই ওর এই জয়টা প্রাপ্য।’এই বছরে এটি বেরেত্তিনির দ্বিতীয় জয়। জকোভিচের বিপক্ষে এটি ইতালীয়দের প্রথম জয়। এর আগে ২০২১ সালে উইম্বলডন ফাইনাল এবং রোল্যান্ড গ্যারোস কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছিলেন এই সার্বিয়ান।
জকোভিচের বিরুদ্ধে জয়ের পর এই ২৮ বছর বয়সী ইতালীয় টেনিস খেলোয়াড় বলেন, ‘এটা এমন কিছু যা আমি অনেকদিন ধরেই খুঁজছি। আমি তার বিপক্ষে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলেছি। বেরেত্তিনি গত ১৮ মাস ধরে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। তবে গত বছর কোর্টে ফিরে আসার পর থেকে ইতিমধ্যেই তিনটি টুর্নামেন্ট জিতেছেন। তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্সে খুশি। আমি আনন্দিত কারণ আমি এখানে কাটানো সময়টা উপভোগ করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘নোভাকের মতো একজন চ্যাম্পিয়ন সবসময় কামব্যাকের জন্য তৈরি থাকে। আপনি কখনও ম্যাচ পয়েন্ট নিয়ে ভাবতে পারেন না। আপনাকে পরবর্তী পয়েন্টের কথা চিন্তা করতে হবে।’
অন্যদিকে জকোভিচ বলেন, ‘আমি অন্য সবার মতো আমার খেলার উন্নতি করার চেষ্টা করছি। কিন্তু আমার খেলা এখন বড় ধরনের পরিবর্তন হবে না। আমার খেলার আসল ধরণ যেরকম সেরকমই থাকবে। আরও বেশি আঘাত আছে। পরিস্থিতি ১০-১৫ বছর আগের মতো নয়। আমি এখনও প্রতিদিন আমার শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করি এবং এটি এখন আরও চ্যালেঞ্জিং, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পরিস্থিতি বিবেচনা করে আমি এখনও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।