বাংলা নিউজ > ময়দান > Davis Cup 2023: ডেভিস কাপের সেমিতে বিদায় জকোভিচের সার্বিয়ার, সিঙ্গলস ও ডাবলসে হেরে দায় নিলেন বিশ্বের এক নম্বর

Davis Cup 2023: ডেভিস কাপের সেমিতে বিদায় জকোভিচের সার্বিয়ার, সিঙ্গলস ও ডাবলসে হেরে দায় নিলেন বিশ্বের এক নম্বর

নোভাক জকোভিচ। ছবি-এএফপি (AFP)

 সিঙ্গলস এবং ডাবলসে হার নোভাক জকোভিচের। ডেভিস কাপ থেকে ছিটকে গিয়ে ব্যর্থতা নিজের কাঁধে চাপালেন জকো।

সম্প্রতি বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রোভকে ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করে রেকর্ড গড়ে সপ্তমবার প্যারিস মাস্টার্স শিরোপা জিতেছিলেন তিনি। কিন্তু এত বড় একটি সম্মানজনক খেতাব পাওয়ার পরই তাঁকে মুখোমুখি হতে হল একটি বড়ো পরাজয়ের। শনিবার সার্বিয়ার ডেভিস কাপের সেমিফাইনালে সিঙ্গেলস ম্যাচে ইতালির জানিক সিনারের কাছে পরাজয় স্বীকার করতে হলো ৩৬ বছর বয়সী টেনিস তারকা নোভাক জকোভিচকে। যদিও ম্যাচ শেষে জানান যে এই পরাজয়ের জন্য সম্পূর্ণভাবে দায়ী তিনি নিজেই এবং পাশাপাশি প্রশংসা করেন বিপক্ষ খেলোয়াড়দেরও।

শনিবার, সার্বিয়াতে আয়োজিত ডেভিস কাপের সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হন ইতালির জানিক সিনার। ম্যাচে প্রথম দিকে এগিয়েছিলেন জকোভিচ। তবে পরের দিকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন সিনাক। অবশেষে ৬-২, ২-৬, ৭-৫ ম্যাচ জিতে নেন। এদিন ম্যাচ শেষে এক সাংবাদিক সাক্ষাৎকারে জকোভিচ জানান যে তাঁর জন্যই হেরেছে তাঁর দল। তিনি বলেন, 'আমার কাছে এই হার একটা বিরাট বড় হার। এত কাছে এসে আমাকে অবশেষে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে। তিনটি ম্যাচ পয়েন্ট নিয়ে জয়ের কাছাকাছি চলে এসেছিলাম আমি, কিন্তু অবশেষে জিততে পারিনি। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, কিন্তু দিনের শেষে এটাই খেলা। কেউ হারবে আর কেউ জিতবে। কিন্তু যখন আমি নিজের দেশের হয়ে খেলতে নামছি, তখন এই হার একটা অন্যরকম কষ্ট দেয়।'

এদিন সাক্ষাৎকারে জানিক সিনাকের খেলা সম্পর্কেও প্রশ্ন করা হয় জকোভিচকে। সার্বিয়ান তারকা এই প্রশ্নের উত্তরে প্রশংসা করেছেন সিনাকের। তিনি বলেন, ‘সিনার এই মুহূর্তে বিশ্বের টেনিস খেলোয়াড়দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। একজন দারুণ খেলোয়াড় ও। আমি জানি ওর খেলার ধরণ। যেভাবে শুরু হয়েছিল আমি ভেবেছিলাম শেষের দিকে ওর গতি হয়তো কোথাও ভেঙে যাবে। কিন্তু সেটা ও হতে দেয়নি। বরং একই গতিতে ও খেলা চালিয়ে গেছে। ও নিজের খেলাটা নিজের আয়ত্বেই রেখেছিল। ওকে কোনও মতেই রোখা সম্ভব হয়নি এদিন।’

এছাড়াও জকোভিচ আরও বলেন, 'দেখুন দিনের শেষে সত্যি কথা বলতে গেলে এটাই বলব যে ওরা খুবই ভালো খেলেছে এবং সত্যিই সেটা প্রশংসার যোগ্য। জানিক সিনার সিঙ্গেলস ও ডাবলস দুটোতেই দারুণ খেলেছে এবং সেই কারণেই ওরা জয় পেয়েছে বলে আমি মনে করি। খুব কম সময়ে ওর থেকে বল মিস হতে দেখা গিয়েছে। তবে সব শেষে এটাই বলব যে আমি ওকে অভিনন্দন জানাচ্ছি এই জয়ের জন্য।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.