জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল দেখেও মনে হয়েছিল রেকর্ড ১১বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দিকে এগোচ্ছেন নোভাক জকোভিচ। কিন্তু না, সেই আশায় জল পড়ে যায় সেমিফাইনালে যখন সার্বিয়ান তারকা জার্মান মেদভেদেভের বিরুদ্ধে খেলা শেষ করতে না পেরে চোট নিয়ে কোর্ট ছেড়ে চলে যান। রড লেভার এরিনায় বেশ ব্যথায় কাতর হতে দেখা যায় জোকারকে।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
কবে কোর্টে ফিরবেন জকোভিচ?
আলকারাজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচেও ব্যথা নিয়েই খেলেছিলেন জোকার, যদিও তখন অনেকে দাবি করেছিল আলকারাজের ফোকাস নষ্ট করতেই নাকি নাটক করেছেন জোকার। যদিও পরবর্তী সময় নিজের পেশীতে কত গুরুতর চোট লেগেছে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন জোকার। এবার জানা গেল তাঁর কোর্টে প্রত্যাবর্তনের দিনক্ষণ।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
হ্যামস্ট্রিংয়ে বড় চোট জোকারের
নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর পর তাঁর চোটের জায়গা স্ক্যান করে দেখা যায় হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে তাঁর। এরপরই জানা গেছিল কয়েকমাসের জন্যই সার্বিয়ান তারকাকে মাঠের বাইরে থাকতে হবে। গত সপ্তাহে বেরগ্রেডে চিকিৎসার জন্য গেছিলেন জোকার। জানা যাচ্ছে ৩৭ বছর বয়সী এই তারকা আগামী কাতার ওপেনে খেলতে পারেন।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
এখনও অনুশীলন শুরু করেননি জোকার-
যদিও এখনও তিনি অনুশীলন শুরু করেননি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই জকোভিচ দোহায় যাবে এবং সেখানেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি অনুীশনও শুরু করবেন। ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকে আর কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জকোভিচ, গত বছর অবশ্য জিতেছিলেন প্যারিস অলিম্পিক্স। আর একটা গ্র্যান্ডস্লাম জিততে পারলেই তিনি পুরুষ মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিক হবেন।
বাবা অবসরের চাপ দেয়-
জোকার অবশ্য জানাচ্ছেন, তাঁকে নাকি অবসরের জন্য চাপ দিচ্ছেন তাঁর বাবা। জকোভিচ বলছেন, ‘অনেকেই আছে যারা আমার টেনিস থেকে বিদায়ের খবর লেখা শুরু করে দিয়েছে। যেমন মিডিয়া, ফ্যানরা। তবে এই তালিকায় রয়েছে আমা বাবাও। উনিও বেশ কিছপদিন ধরেই বলছেন আমায় অবসর নিতে। তবে কখনও জোর করেনি। আমার সিদ্ধান্তকে উনি সম্মান করে। তবে আমায় যে চাপের মধ্যে খেলতে হয়, সেকথা মাথায় রেখেই উনি আমার ভালোর জন্য খেলা থেকে সরে দাঁড়াতে বলে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।