টোকিওয় অলিম্পিক্স পদক হাতছাড়া করে গ্লোডেন স্ল্যাম জেতার সুযোগ হারিয়েছেন নোভাক জকোভিচ। দীর্ঘ সময় সার্কিটে কাটানোর পর অলিম্পিক্সের শেষ দিকে কার্যত ক্লান্ত দেখিয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। সেই কারণেই নিজেকে চাঙ্গা করতে আসন্ন সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সার্বিয়ান তারকা জানান, ‘সকল নোল ভক্তকে আমি জানাতে চাই, অস্ট্রেলিয়ান ওপেন থেকে টোকিওয়র দীর্ঘ যাত্রার পর শারীরিকভাবে নিজেকে চাঙ্গা করতে আমার আরেকটু সময় লাগবে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমি এ বছরের সিনসিনাটি ওপেনে অংশগ্রহণ করতে পারব না।’
গত বছর নোভাক নিজের কেরিয়ারের দ্বিতীয় সিনসিনাটি ওপেন জেতেন। করোনার কারণে গতবছর যুক্তরাষ্ট্র ওপেন আয়োজনকারী ফ্ল্যাশিং মেডোয় পরপর দুই হার্ড কোর্ট ইভেন্টের আয়োজন করা হয়েছিল। দু'টিই জিতে নেন জকোভিচ। তবে এবার সিনসিনাটি ওপেন অংশগ্রহণ না করলেও যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন জকোভিচ।
সেকথা নিশ্চিত করে জোকার সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, ‘আমি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র ওপেনেই ফোকাস করতে চাই এবং আপাতত নিজের পরিবারের সঙ্গে অধিক সময় কাটাতে ইচ্ছুক। সকলের সঙ্গে যুক্তরাষ্ট্র ওপেনে দেখা হওয়ার অধীর আগ্রহে রয়েছি।’
টোকিওয় অলিম্পিক্স পদক হাতছাড়া করে গ্লোডেন স্ল্যাম জেতার সুযোগ হারিয়েছেন নোভাক জকোভিচ। দীর্ঘ সময় সার্কিটে কাটানোর পর অলিম্পিক্সের শেষ দিকে কার্যত ক্লান্ত দেখিয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। সেই কারণেই নিজেকে চাঙ্গা করতে আসন্ন সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সার্বিয়ান তারকা জানান, ‘সকল নোল ভক্তকে আমি জানাতে চাই, অস্ট্রেলিয়ান ওপেন থেকে টোকিওয়র দীর্ঘ যাত্রার পর শারীরিকভাবে নিজেকে চাঙ্গা করতে আমার আরেকটু সময় লাগবে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমি এ বছরের সিনসিনাটি ওপেনে অংশগ্রহণ করতে পারব না।’
গত বছর নোভাক নিজের কেরিয়ারের দ্বিতীয় সিনসিনাটি ওপেন জেতেন। করোনার কারণে গতবছর যুক্তরাষ্ট্রে ওপেন আয়োজনকারী ফ্ল্যাশিং মেডোয় পরপর দুই হার্ড কোর্ট ইভেন্টের আয়োজন করা হয়েছিল। দুটিই জিতে নেন জকোভিচ। তবে এবার সিনসিনাটি ওপেন অংশগ্রহণ না করলেও যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন জকোভিচ।
সেকথা নিশ্চিত করে জোকার সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, ‘আমি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র ওপেনেই ফোকাস করতে চাই এবং আপাতত নিজের পরিবারের সঙ্গে অধিক সময় কাটাতে ইচ্ছুক। সকলের সঙ্গে যুক্তরাষ্ট্র ওপেনে দেখা হওয়ার অধীর আগ্রহে রয়েছি।’|#+|
এর আগে বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যামই নিজের নামে করেছেন জোকার। এবার তাঁর সামনে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। ৬০-র দশকে রড লেভারের পর এক বছরে চারটি স্ল্যাম তো দূর, কেউ নাগাড়ে প্রথম তিনটিও জেতেনি।
৩৪ বছর বয়সী জকোভিচ এই কৃতিত্ব গড়তে পারলেই নিজের ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার এবং রাফায়েল নাদলকে টপকে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর শিরোপা অর্জন করে ফেলবেন তিনি। জকোভিচ ইতিহাস রচনায় সফল হন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষায় সকলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।