বাংলা নিউজ > ময়দান > 'অ্যান্টি-ভ্যাক্স' পোস্টার বয়! ব্রিটিশ মিডিয়ার কটাক্ষের মোক্ষম জবাব নোভাক পত্নীর

'অ্যান্টি-ভ্যাক্স' পোস্টার বয়! ব্রিটিশ মিডিয়ার কটাক্ষের মোক্ষম জবাব নোভাক পত্নীর

নোভাক ও পত্নী (REUTERS)

এই ভ্যাকসিন না নেওয়ার কারণেই বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি তিনি। সেই ঘটনার সূত্র ধরে প্রখ্যাত টেনিস সাংবাদিক বেন রথেনবার্গ নোভাককে 'অ্যান্টি ভ্যাক্স' পোস্টার বয় বলে আখ্যা দেন।

শুভব্রত মুখার্জি: বর্তমানে বিশ্ব লন টেনিসের ইতিহাসে অন্যতম কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ইতিমধ্যেই তিনি তার কেরিয়ারে ২১তম গ্রান্ড স্ল্যাম জয় সম্পন্ন করেছেন রবিবাসরীয় সন্ধ্যায় উইম্বলডনের খেতাব জয়ের মধ্যে দিয়ে। এটি নোভাকের কেরিয়ারের ৭তম উইম্বলডনের খেতাব জয়। পরপর চারবার তিনি জিতলেন উইম্বলডনের খেতাব। আর তার এই জয়ের পরে সেই জয়ের বিবরণী দিতে গিয়ে ব্রিটিশ মিডিয়া নোভাকের প্রতি ছুঁড়ে দেয় চরম কটাক্ষ। তাকে 'অ্যান্টি ভ্যাক্স' পোস্টার বয় বলে আখ্যা দেয় ব্রিটিশ মিডিয়া। তারপরেই ব্রিটিশ মিডিয়াকে একহাত নিয়েছেন নোভাক পত্নী জেলেনা জকোভিচ।

প্রসঙ্গত, এই রবিবার সেন্টার কোর্টে উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিক কিরগিয়স এবং নোভাক জকোভিচ। প্রথম সেট হেরে গিয়েও ম্যাচে দুরন্ত কামব্যাক করে শিরোপা জেতেন নোভাক। খেলার ফল ছিল নোভাকের পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৩)। নোভাকের এই জয়ের পরে তিনি ফের জানিয়ে দেন তিনি ভ্যাকসিন নেবেন না। উল্লেখ্য এই ভ্যাকসিন না নেওয়ার কারণেই বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি তিনি। সেই ঘটনার সূত্র ধরে প্রখ্যাত টেনিস সাংবাদিক বেন রথেনবার্গ নোভাককে 'অ্যান্টি ভ্যাক্স' পোস্টার বয় বলে আখ্যা দেন। তিনি মন্তব্য করেন এটাই হয়ত এই বছরে নোভাকের শেষ গ্রান্ড স্ল্যাম জয়। কারণ আমেরিকার ইমিগ্রেশন আইন যা কড়া তাতে ভ্যাকসিন না নিলে খেলা তো দূর অস্ত সে দেশেই হয়ত ঢুকতে পারবেন না নোভাক। রথেনবার্গে এই মন্তব্যকে একহাত নিয়েছেন নোভাক পত্নী জেলেনা জকোভিচ। তিনি এই মন্তব্যকে 'জাজমেন্টাল' বলে ব্যাখ্যা করেছেন।

রথেনবার্গ লেখেন 'আমেরিকার ইমিগ্রেশন আইনে যদি রাতারাতি পরিবর্তন না হয় (তাহলে জোকারের ইউএস ওপেনে খেলা মুশকিল)। কারণ আমেরিকাতে প্রবেশ করতে গেলে প্রত্যেক বিদেশির ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। জকোভিচ তো দৃঢ়তার সঙ্গে বলেছে যে সে ভ্যাকসিন নেবে না। নিজেকে সে 'অ্যান্টি ভ্যাক্স' পোস্টার বয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।' যার উত্তরে জেলেনা বলেন 'মাফ করবেন! আমি নিশ্চিত হতে চাইছি যে আপনি ওকে (নোভাককে) যে কোনও কারণেই হোক 'অ্যান্টি ভ্যাক্স' পোস্টার বয় হিসেবে বলেছেন। ও সিম্পলি এটা জানিয়েছে যে ওর বডি কী চায়।'

যার উত্তরে রথেনবার্গ জানান 'আমি জানি এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ওর এই সিদ্ধান্ত ওর গ্রান্ড স্ল্যামে খেলার সুযোগকে অনেকটাই সীমিত করে দিচ্ছে। জেনে হোক বা না জেনে অ্যান্টি ভ্যাক্স আন্দোলনের সব থেকে ভালো আইকন ও (নোভাক)।' প্রত্যুত্তরে জেলেনা ফের লেখেন 'আপনি একটা জাজমেন্টাল ন্যারেটিভ তৈরি করছেন যা আপনার এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ও সিম্পলি ওর শরীর যেটা চায় সেটাই বেছে নিয়েছে। সেই কারণে ও খেলছে না এটা ঠিক। আর তাতে ওর কোনও অসুবিধা নেই।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.