সোমবার অনএয়ার নোভাক জকোভিচের কাছে ক্ষমা চেয়েছেন একজন শীর্ষস্থানীয় টিভি উপস্থাপক। অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ও তার সার্বিয়ান সমর্থকদের নিয়ে ব্যঙ্গ করার পরে এই ঘটনাটি ঘটেছে। তিনি এটিকে ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন এটি ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। এর জন্য সেই টিভি উপস্থাপক দুঃখ প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে রসিকতা হিসেবে করা মন্তব্যগুলি বিতর্ক সৃষ্টি করে এবং এর ফলে জকোভিচ একটি রুটিন ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার বয়কট করেন। ৩৭ বছর বয়সি এই টেনিস কিংবদন্তি রবিবার রাতে রড লেভার অ্যারেনায় জিরি লেহেচকার বিরুদ্ধে সরাসরি সেটে জয় লাভ করার পরে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন। তবে তিনি ঐতিহ্যবাহী অন-কোর্ট সাক্ষাৎকারে অংশ নিতে অস্বীকার করেন।
আরও পড়ুন… ভিডিয়ো: শাস্ত্রীকে সাইড থেকে তুলে গাভাসকরের পাশে বসালেন রোহিত! সকলের মন জিতলেন হিটম্যান
পরবর্তীতে, জকোভিচ ব্যাখ্যা করেন যে এই সিদ্ধান্ত ছিল চ্যানেল নাইনের প্রধান ক্রীড়া উপস্থাপক টনি জোনসের বিরুদ্ধে একটি প্রতিবাদ। যিনি তার এবং তার সার্বিয়ান সমর্থকদের সম্পর্কে ‘অপমানজনক ও অবমাননাকর মন্তব্য’ করেছিলেন।
জোকোভিচ ঘোষণা করেন যে যতক্ষণ না এই বিষয় নিয়ে ক্ষমা চাওয়া হয়, তিনি এই সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেবেন না। সোমবার, জোনস এই প্রসঙ্গে বলেন, ‘শুক্রবার রাতের সংবাদ সম্প্রচারের সময় আমি ওই মন্তব্য করেছিলাম এবং এটি নিছক রসিকতা হিসেবে করেছিলাম। আমার সাধারণ হাস্যরসের অংশ হিসেবে। তবে শনিবার সকালে টেনিস অস্ট্রেলিয়া আমাকে জানায় যে জকোভিচের শিবির এই মন্তব্য নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট।’
জোনস জানান যে তিনি দ্রুত জকোভিচের দলের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছিলেন। শীর্ষস্থানীয় টিভি উপস্থাপক বলেন, ‘৪৮ ঘণ্টা আগে আমি নোভাকের কাছে ক্ষমা চেয়েছি, যদি আমার কথায় তিনি অসম্মানিত বোধ করে থাকেন। আজ, আমি প্রকাশ্যে সেই ক্ষমা পুনরায় জানাতে চাই।’
এই ঘটনা ঘটে শুক্রবার মেলবোর্ন পার্ক থেকে একটি লাইভ সম্প্রচারের সময়। যখন সার্বিয়ান পতাকা হাতে একদল জকোভিচ সমর্থক উল্লাস করছিলেন। প্রতিক্রিয়ায়, জোনস মজা করে গাইতে থাকেন, ‘নোভাক, সে অতিরিক্ত মূল্যায়িত... নোভাক শেষ হয়ে গেছে। নোভাক, ওকে বের করে দাও।’ পরে, দ্য গার্ডিয়ান জানায় যে জোনস স্বীকার করেছেন তিনি ‘সীমা অতিক্রম’ করে ফেলেছিলেন।
আরও পড়ুন… PSL-র ছয়জন হাই-প্রোফাইল বিদেশি খেলোয়াড়কে অতিরিক্ত ১ লক্ষ মার্কিন ডলার দেবে PCB
নিজের মন্তব্য নিয়ে চিন্তা করে জোনস স্বীকার করেন যে তা ছিল আপত্তিকর। তিনি বলেন, ‘এই অসম্মান অনেকাংশে সার্বিয়ান সমর্থকদের প্রতিও প্রযোজ্য হয়েছে। আমরা সার্বিয়ান সমর্থকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলাম। এবং আমি ভেবেছিলাম আমার মন্তব্য ছিল সেই হালকা-ফুলকা মজারই একটি অংশ। স্পষ্টতই, সেটা সেভাবে গ্রহণ করা হয়নি। আমি মনে করি, আমি সার্বিয়ান সমর্থকদের হতাশ করেছি। এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এবং আমি এই ভুল বোঝাবুঝির জন্য অনুতপ্ত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।