ভরা আইপিএল মরশুম চলছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার নজর কেড়েছেন। নতুন রেকর্ড স্থাপন করছে তারা। এমন অবস্থায় টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেছেন প্রাক্তন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মাদের আপাতত দলে না নিয়ে তরুণদের দলে নেওয়া উচিত।
বর্তমানে আইপিএলে অনেক ক্রিকেটারই জাতীয় দলে সুযোগ পাওয়ার মতো পারফরম্যান্স করছেন। তাই এবার তাদের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে বিরাট কোহলি এবং রোহিতকে ওডিআই ক্রিকেট ও টেস্ট ক্রিকেট ম্যাচের জন্য ফিট থাকা উচিত বলেই মনে করছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ।
রবি শাস্ত্রী ইএসপিএন ক্রিকইনফোতে বলেন,'বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের টেস্ট ম্যাচের জন্য ব্যবহার করা উচিত। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই অভিজ্ঞতাগুলি কাজে লাগবে। টেস্ট ম্যাচের উপর ফোকাস করার ফলে সিনিয়র ক্রিকেটাররা বেশ তরতাজাও থাকবে। বেশি খেলার চাপ নিতে হবে না সিনিয়রদের।'
ভারতীয় দলের বাঁহাতি ব্যাটার ও ডানহাতি ব্যাটারের দিকেই এখন ফোকাস রাখতে হবে। রবি শাস্ত্রী আরও বলেন, 'ভারতের দল নির্বাচনে বর্তমানে যেসব ক্রিকেটাররা ফর্মে রয়েছে তাদেরকেই গুরুত্ব দেওয়া উচিত। বেশি ম্যাচ খেলানো উচিত। এখন অবশ্যই অভিজ্ঞতা এবং ফিটনেস বিবেচনা করা হবে। এছাড়াও বিবেচনা করা হবে কে বেশি ভালো খেলছে। আর কে রান বেশি পাচ্ছে।'
রবি শাস্ত্রী শুধুমাত্র ব্যাটারদের ওপরেই দৃষ্টিপাত করেননি। তিনি উইকেটরক্ষক ব্যাটারদের অবস্থান সম্পর্কেও কথা বলেন। তিনি মনে করেন, উইকেটরক্ষক ব্যাটারদের খেলার জন্য ৬ বা ৭ নম্বরটাই আদর্শ স্থান। বর্তমানে ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত খেলতে পারছেন না। কারণ তিনি গত বছর দুর্ঘটনায় গুরুতর আহত হন। যার ফলে খেলা থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে ভারতের হাতে রয়েছে ঈশান কিষাণরা সেই ভূমিকা পালন করছেন।
তবে ক্রিকেট ম্যাচে ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ। সে ভারত হোক বা অন্য কোনও দল। ওপেনিং জুটিই ব্যাটিং করতে নেমে খাতা খোলে। রবি শাস্ত্রী মনে করেন, হার্দিক পান্ডিয়াও টি-টোয়েন্টিতে অসাধারণ ক্রিকেটার। উল্লেখ্য ২০২২ সালে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। গত আইপিএলে গুজরাটকে চ্যাম্পিয়নও করেছেন তিনি।