বাংলা নিউজ > ময়দান > কোটা অর্জন করলেও যে শুটাররা ট্রায়ালে জেতেননি, তাদের অলিম্পিক্সে পাঠাল না ভারত

কোটা অর্জন করলেও যে শুটাররা ট্রায়ালে জেতেননি, তাদের অলিম্পিক্সে পাঠাল না ভারত

ভারতীয় শ্যুটিং দল। ছবি এইচটি (HT_PRINT)

অলিম্পিক গেমসের জন্য সিলেকশন ট্রায়ালের আয়োজন করেছিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।  এই ট্রায়ালজয়ীদের অলিম্পিক গেমসে পাঠানোর জন্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নির্বাচক কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নেয়। সুযোগ পেয়েছেন মনু ভাকের, সন্দীপ সিংরা

শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস শুরু হতে আর বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্রীড়াবিদরা। ব্যস্ত বিভিন্ন অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। দেশের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন বিভিন্ন ক্রীড়াবিভাগে সেই নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্ত গ্রহণ চলছে। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার(এনআরএআই) তরফে এই বিষয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুটিংয়ে বিভিন্ন বিভাগে পুরুষ এবং মহিলাদের বেশ কয়েকজন কোয়ালিফাই করে গিয়েছেন। ভারতের বিভিন্ন বিভাগে যে কোটা রয়েছে তার বাকি অংশগুলো পূরণ করার তোড়জোড় ছিল‌ তুঙ্গে। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে যে ট্রায়াল আয়োজন করা হয়েছিল সেই ট্রায়ালে জয়ীদেরকেই প্যারিসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল অ্যাসোসিয়েশনের তরফে। মঙ্গলবার আপাতত ১৬ সদস্যর মধ্যে ১৫ সদস্যের শুটিং দল ঘোষণা করেছে ভারত। ১৯ জুনের পর শটগান প্রতিযোগিতা শেষ হলে বাকি একটি স্পটের প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে।একমাত্র মনু ভাকের দুটি বিভাগে (১০ এবং ২৫ মিটার পিস্তল) খেলার সুযোগ পেয়েছেন। টোকিও অলিম্পিক গেমসে অভিষেকের পরে এটি তাঁর দ্বিতীয় অলিম্পিক গেমস। পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ও তিনি খেলতে পারেন।সেই বিষয়ে এখন ও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত অলিম্পিক গেমসের জন্য সিলেকশন ট্রায়ালের আয়োজন করেছিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দিল্লি এবং ভোপালে আয়োজিত হয়েছিল এই ট্রায়াল। এই ট্রায়ালজয়ীদের অলিম্পিক গেমসে পাঠানোর জন্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নির্বাচক কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নেয়। বিভিন্ন দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেয় তারা। জোরদার আলোচনা হয়েছে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগটি নিয়ে। এই বিভাগের ট্রায়ালে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাংশ পাটিল তিন নম্বরে শেষ করেন।প্রথম দুই স্থানে রয়েছেন সন্দীপ সিং এবং অর্জুন বাবুতা। এই জায়গায় দাঁড়িয়ে রুদ্রাংশ পাটিলকে সুযোগ দেওয়া হবে কিনা সেই নিয়ে আলোচনা হয়। তবে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের নির্ধারিত মান থেকে কোনভাবেই সরা হবে না।ফলে প্যারিসে যে রুদ্রাংশ পাটিলের খেলা হবে না তা নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন-চেনা ছন্দে নেই কোহলি,টেক্কা দিতে মুখিয়ে সৌরভ-অ্যারনরা,কেমন হতে পারে প্রথম একাদশ?

রুদ্রাংশ পাটিল অ্যাসোসিয়েশনকে চিঠিও লিখেছেন। তিনি সন্দীপের জায়গায় তাঁকে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। কারণ হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের দিকটি তুলে ধরেছেন। ট্রায়ালে হেরে যাওয়া আরো দুজন শুটারও বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন অ্যাসোসিয়েশনকে। অন্যদিকে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার হাতে একটি অতিরিক্ত কোটার জায়গা চলে এসেছে। কারণ ১০ এবং ২৫ মিটার পিস্তলের ট্রায়ালে জিতেছেন মনু ভাকের। যা জানা যাচ্ছে অতিরিক্ত কোটাটি মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দেওয়া হবে। ১০-১৯ জুন আইএসএসএফ আয়োজিত শটগান প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরেই এই কোটার বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হবে। রাইফেল এবং পিস্তল মিলিয়ে মোট ১৬ টি কোটা জিতেছে ভারত। পাশাপাশি সব মিলিয়ে নজির গড়া ২১ টি কোটা জিতেছে ভারতীয় শুটাররা। ২০১৬ রিও এবং টোকিও অলিম্পিক গেমসে খারাপ পারফরম্যান্সের পরে ২০২৪ সালে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন-জাম্পার ঘূর্ণিতে দিশেহারা নামিবিয়া, হেড ঝড়ে শেষ আটে অস্ট্রেলিয়া

মনু ভাকেরের পাশাপাশি রাইফেল শুটার ঐশরী প্রতাপ সিং টোমার,অঞ্জুম মুদগিল, এবং এলভেনিল ভালারিভান তাদের দ্বিতীয় অলিম্পিক গেমসে খেলবেন। বাকি ১১ জন শুটারের অলিম্পিক গেমসে অভিষেক হবে। সিফ্ট কৌর সামরা জায়গা পেয়েছেন ৫০ মিটার রাইফেলে। ১৯ বছর বয়সী এষা সিং,রিদম সাঙ্গওয়ান জায়গা পেয়েছেন মেয়েদের পিস্তল দলে। ১০ মিটার এয়ার পিস্তলে রয়েছেন সরবজোত সিং এবং অর্জুন সিং চিমা। পাশাপাশি ভারত পাঁচটি মিক্সড দলকে খেলাবে গেমসে। রাইফেল এবং পিস্তলে দুটি এবং শটগান বিভাগে খেলবে একটি দল। বর্তমানে ফ্রান্সে অলিম্পিক গেমসের প্রস্তুতি সারছে ভারতীয় পিস্তল এবং রাইফেল শুটাররা। ১৯ জুনের মধ্যে নিয়ম অনুযায়ী সব কোটার ক্রীড়াবিদদের নাম ঘোষণা করতে হত অ্যাসোসিয়েশনগুলোকে।

আরও পড়ুন-স্টার্ক,কামিন্স এখনও পারেননি, নামিবিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে অনন্য সেঞ্চুরি করলেন জাম্পা

∆ একনজরে ভারতীয় দল :-

১) রাইফেল :-

সন্দীপ সিং, অর্জুন বাবুতা,রামিতা জিন্দাল, এলভেনিল ভালারিভান,সিফ্ট কৌর সামরা,অঞ্জুম মুদগিল,ঐশরী প্রতাপ সিং টোমার,স্বপ্নীল কুশালে।

২) পিস্তল :-

সরবজোত সিং, অর্জুন চিমা,মনু ভাকের(১০ এবং ২৫ মিটার পিস্তল),রিদম সাঙ্গওয়ান,বিজয়ভীর সিধু,অনীশ ভানওয়ালা,এষা সিং ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতাকে 'নির্লজ্জশ্রী' তকমা অপূর্বর! পুলিশ-TMC-র 'ভয়' কাটাতে কোন 'দাওয়াই' দিলেন China Open-বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী… নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার কোন কোন জেলায়? বাকিগুলিতে কী হবে? ওড়ার মুহূর্তেই রানওয়েতে ধাক্কা, লেজে আঁচড়, তৎক্ষণাৎ অবতরণ যাত্রীবোঝাই বিমানের বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.