শুভব্রত মুখার্জি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি টি-২০ ম্যাচ হেরে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েলরা। ফলে স্বাভাবিকভাবেই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল তাঁদের। তৃতীয় ম্যাচে ম্যাক্সওয়েল স্বমূর্তি ধারন করার ফলে সে যাত্রায় ম্যাচ জিতে সিরিজে কামব্যাক ঘটায় অজিরা। সিরিজের চতুর্থ টি-২০'তে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫০ রানে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ফলে সমতা ফেরাল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ১৫৭ রানের টার্গেটে মাথায় নিয়ে খেলতে নেমে মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলেন ফিঞ্চরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৫ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন মার্কাস স্টইনিস (১৯ ) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৮ )।
নিউজিল্যান্ডের হয়ে স্পিনার ইশ সোধি তিনটি উইকেট, বোল্ট দুটি ও মিচেল স্যান্টনার একটি উইকেট নেন।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজি বোলারদের তান্ডবে ১৮.৫ ওভারে মাত্র ১০৬ রানেই অল-আউট হয়ে যায় কিউয়িরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩০ রান কাইল জেমিসনের । অজিদের হয়ে কেন রিচার্ডসন ৩টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।