বছরের প্রথম দিনে শুরু ম্যাচ, তাতেই নতুন শতাব্দীতে নজির নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্টের, ২৭ বছর পরে ফিরল ইতিহাস
1 মিনিটে পড়ুন . Updated: 01 Jan 2022, 08:48 PM IST- দীর্ঘ ২৭ বছর পর বে ওভালে ফিরল সিডনির নিউ ইয়ার টেস্টের স্মৃতি।
প্রায় প্রতি বছরই ক্রিকেট বিশ্বের কোনও না কোনও প্রান্তে বক্সিং ডে টেস্ট খেলা হয়ে থাকে। তবে নিউ ইয়ার টেস্ট তেমন একটা চোখে পড়ে না। অবশেষে দীর্ঘ ২৭ বছর পরে কোনও টেস্ট ম্যাচ শুরু হল বছরের প্রথম দিনে।
আসলে ক্রিকেটাররা বর্ষবরণে ছুটির মেজাজে থাকেন বলেই বছরের প্রথম দিনটিকে সূচি থেকে বাদ দেয় ক্রিকট সংস্থাগুলি। তবে এবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট শুরু হয় ১ জানুয়ারি থেকে।
শেষবার বছরের প্রথম দিনে কোনও টেস্ট শুরু হয়েছিল ১৯৯৫ সালে। সেবার সিডনিতে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সেই টেস্টের সঙ্গে নিউজিল্যান্ড-বাংলাদেশের এই টেস্টের অদ্ভুত একটা মিল রয়েছে।
সেবার ১/১ (১ জানুয়ারি) তারিখে শুরু হওয়া ম্যাচে ১ রানে ১ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এবার ১/১ (১ জানুয়ারি) তারিখে শুরু হওয়া ম্যাচে ১ রানে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেই ম্যাচে গ্রাহাম গুচকে ১ রানে আউট করেছিলেন ড্যামিয়েন ফ্লেমিং। এবার টম লাথামকে ১ রানে আউট করেন শরিফুল ইসলাম।
উল্লেখ্য, মাউন্ট মাউনগানুইয়ে এবার টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। বছরের প্রথম দিনেই টেস্ট সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে। তিনি ১২২ রান করে আউট হন।