দুই উইকেটে ১৭৫ রানের নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ফের একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখালেন বাংলাদেশ ব্যাটাররা। মাহমুদুল হাসান, অধিনায়ক মমিনুল হক এবং লিটন দাস, তিন বাংলাদেশ ব্যাটার শতরান হাতছাড়া করলেও তাঁদের দৌলতেই তৃতীয় দিনের শেষে ৪০০ রানের গণ্ডি টপকে গেল টাইগাররা।
তরুণ ওপেনার মাহমুদুল দিনের শুরুর দিকেই ব্যক্তিগত ৭৮ রানে ফিরে গেলে বাংলাদেশ বেশ ডিফেন্সিভ ব্যাটিং করার পন্থা অবলম্বন করেন। অধিনায়ক মমিনুল এবং অভিজ্ঞ মুশফিকুর ১৮.২ ওভারে মাত্র ১৯ রান করেন। লাঞ্চের আগে বাংলাদেশ গোটা সেশনে ৪৫ রান যোগ করে। মমিনুলের ভাগ্যও বেশ সহায় ছিল। আট রানে স্লিপে ক্যাচ দিয়েও রেহাই পাওয়ার পর নয় রানে নো বলে আউট হন তিনি। তবে সুযোগ পেয়ে তা কাজে লাগান ওপার বাংলার অধিনায়ক। লাঞ্চের পর মমিনুল এবং মুশফিকুর আউট হওয়ার পর ব্যাটে নামা লিটন দাস অর্ধশতরানে পৌঁছান।
কিউয়িদের রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসেন ট্রেন্ট বোল্ট। মাত্র তিন ওভারের ব্যবধানেই তিনি সেট মমিনুলকে ৮৮ রানে ফেরানোর পরেই লিটন দাসকেও ৮৬ রানে সাজঘরে ফেরত পাঠান। ৩৭০ রানে ছয় উইকেট পড়ে যায় বাংলা টাইগারদের। তবে মেহেদি হাসান (২০) এবং ইয়াসির আলি (১১) পরিস্থিতি সামাল দিয়ে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ৪০১ রান ছয় উইকেটের বিনিময়ে। দ্বিতীয় দিনে যদি বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকে, তাহলে তৃতীয় দিনের শেষে বলতেই হবে, এখান থেকে ম্যাচ জয়ের সেরা দাবিদার মমিনুলরাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।