বাংলা নিউজ > ময়দান > NZ vs BAN: টেলরের শেষ টেস্ট ম্যাচে কিউয়ি কিংবদন্তিকে ‘গার্ড অফ অনার’ বাংলাদেশের

NZ vs BAN: টেলরের শেষ টেস্ট ম্যাচে কিউয়ি কিংবদন্তিকে ‘গার্ড অফ অনার’ বাংলাদেশের

রস টেলরকে ‘গার্ড অফ অনার’ দিয়ে ক্রিজে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- টুইটার (@BLACKCAPS)।

বাংলাদেশের বিরুদ্ধে সম্ভবত নিজের শেষ টেস্ট ইনিংসে ২৮ রানে আউট হন রস টেলর।

কিছুদিন আগেই ঘরোয়া মরশুম শেষে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন রস টেলর। সেইমতো বাংলাদেশের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে নিজের শেষ ম্যাচ এবং সম্ভবত নিজের টেস্ট ইনিংস খেলতে ম্যাচের দ্বিতীয় দিন, সোমবার (১০ জানুয়ারি) মাঠে নামেন টেলর। মাঠে উপস্থিত সমস্ত দর্শকের পাশপাশি কিউয়ি কিংবদন্তিকে বাংলাদেশ ক্রিকেট দলও সম্মান জানান।

টেলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মুখরিত হয়ে উঠে। ৩৮ বছর বয়সী টেলরকে প্রথমে এগিয়ে গিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক সংবর্ধনা জানান। এরপরেই গোটা দল টেলরকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বিশেষ সম্মান জানায়। নিজের শেষ টেস্ট ম্যাচ খেলা টেলরও স্বভাবতই প্রতিপক্ষের থেকে এহেন সম্মান পেয়ে অভিভূত হন এবং টাইগারদেরও তিনি ধন্যবাদ জানান। 

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য মাত্র ২৮ রানেই আউট হয়ে সাজঘরে ফিরে যান লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক টেলর। দ্বিতীয় টেস্টে আরও একটা ইনিংস বাকি থাকলেও, সম্ভবত, এটাই টেলরের শেষ টেস্ট ইনিংস। কারণ, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ছয় উইকেটের বিনিময়ে সুবিশাল ৫২১ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ ৩৯ ওভার শেষে ১২১ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে। ম্যাচের যা পরিস্থিতি, তাতে নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাট করার প্রয়োজন হবে বলে তো মনে হচ্ছে না।

বন্ধ করুন