পাড়ার ক্রিকেট হলে জেমস অ্যান্ডারসন নিশ্চিতভাবেই ক্যাপ্টেনের উপর গোঁসা করে ফিল্ডিং করতে নামতেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই ক্যাপ্টেন তথা টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্তে মুখ ভার হলেও মাঠে নামা ছাড়া উপায় নেই। যদিও প্রথম সারির টেস্ট ম্যাচে কার্যত পাড়ার ক্রিকেটের মতোই সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস। অবশ্য সিদ্ধান্তটা যে কতটা যথাযথ, দিনের শেষেই তা প্রমাণ হয়ে যায়।
বে ওভালে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। অ্যাওয়ে টেস্টে প্রতিকূল পরিস্থিতিতে টস হেরে শুরুতে ব্যাট করলে সব দলই চাইবে যত বেশি সম্ভব রান সংগ্রহ করে নিতে। তবে সকলকে অবাক করে ইংল্যান্ড প্রথম দিনেই তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটের ঢংয়ে ৫৮.২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩২৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। প্রস্তুত হয়ে বসে থাকলেও জেমস অ্যান্ডারসনকে ব্যাট করার সুযোগই দেয়নি ইংল্যান্ড।
আগ্রাসী মেজাজে হাফ-সেঞ্চুরি করেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক। ডাকেট ৬৮ বলে ৮৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ১৪টি চার মারেন। ৮১ বলে ৮৯ রান করেন ব্রুক। তিনি ১৫টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IND vs AUS: দিল্লির পিচ দেখে হাসি থামছেই না সূর্যকুমার-জাদেজার, মুখ চুন স্মিথদের
এছাড়া জ্যাক ক্রাউলি ১৪ বলে ৪, ওলি পোপ ৬৫ বলে ৪২, জো রুট ২২ বলে ১৪, বেন স্টোকস ২৮ বলে ১৯, বেন ফোকস ৫৬ বলে ৩৮, স্টুয়ার্ট ব্রড ৬ বলে ২, ওলি রবিনসন ১১ বলে অপরাজিত ১৫ ও জ্যাক লিচ ৫ বলে ১ রান করেন।
নিউজিল্য়ান্ডের নেইল ওয়াগনার ২৮ রানে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পকেটে পোরেন টিম সাউদি ও স্কট কুগলেইন। ১টি উইকেট নিয়েছেন ব্লেয়ার টিকনার।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ৩৭ রান তুলে। তারা সাকুল্যে ১৮ ওভার ব্যাট করে। হাতে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও ইংল্যান্ড প্রথম দিনেই ব্যাট ছেড়ে দেয় অনুকূল পরিবেশে নিউজিল্যান্ড শিবিরে প্রাথমিক ধাক্কা দেওয়ার উদ্দেশ্য নিয়ে। বলা বাহুল্য, স্টোকসদের সেই পরিকল্পনা পুরোপুরি সফল।
জেমস অ্যান্ডারসন ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে শুরুতেই জোড়া উইকেট তুলে নেন। নিউজিল্যান্ড ইতিমধ্যেই টম লাথাম (১), কেন উইলিয়ামসন (৬) ও হেনরি নিকোলসের (৪) উইকেট খুইয়েছে। ডেভন কনওয়ে ১৭ ও নেইল ওয়াগনার ৪ রানে অপরাজিত থাকেন। ১টি উইকেট নিয়েছেন ওলি রবিনসন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।