তৃতীয় দিনের শেষেই স্পষ্ট বোঝা যাচ্ছিল ম্য়াচের ভবিষ্যৎ কোন দিকে গড়াতে চলেছে। প্রত্যাশা মতোই চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ড।
জয়ের জন্য ৩৯৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ দিনে নিউজিল্যান্ডের দরকার ছিল ৩৩১ রান। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫টি উইকেট।
চতুর্থ দিনে নিউজল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১২৬ রানে। ২৬৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হল, গত ১৫ বছরে এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনও টেস্ট ম্যচ জিতল ইংল্যান্ড। এর আগে শেষবার তারা নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্য়াচ জিতেছিল ২০০৮ সালে।
ইংল্যান্ড ৯ উইকেটে ৩২৫ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। বেন ডাকেট ৮৪, হ্যারি ব্রুক ৮৯, ও ওলি পোপ ৪২ রান করেন। ওয়াগনার ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩০৬ রান তোলে। টম ব্লান্ডেল ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। ওলি রবিনসন ৪টি ও জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ইংল্যান্ড। ৩৭৪ রান তুলে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় তারা। জো রুট ৫৭, হ্যারি ব্রুক ৫৪ ও বেন ফোকস ৫১ রান করেন। ওলি পোপ ৪৯ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন ব্লেয়ার টিকনার ও মাইকেল ব্রেসওয়েল। ২টি করে উইকেট দখল করেন নেইল ওয়াগনার ও স্কট কুগলেইন।
আরও পড়ুন:- Women's T20 WC: চারে চার অস্ট্রেলিয়ার, অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনালে অজিরা
শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৫৭ রান করে অপরাজিত থাকেন ডারিল মিচেল। ২৫ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ১৫ রান করেন টম লাথাম। স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন ৪টি করে উইকেট পকেটে পোরেন। ১টি করে উইকেট নেন ওলি রবিনসন ও জ্যাক লিচ। উভয় ইনিংসে হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হ্যারি ব্রুক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।