বাংলা নিউজ > ময়দান > NZ vs ENG: এর থেকে কম রানে টেস্ট জেতা অসম্ভব, দেখুন নিউজিল্যান্ডের অসাধ্য সাধনের মুহূর্ত- ভিডিয়ো

NZ vs ENG: এর থেকে কম রানে টেস্ট জেতা অসম্ভব, দেখুন নিউজিল্যান্ডের অসাধ্য সাধনের মুহূর্ত- ভিডিয়ো

নিউজিল্যান্ডের জয়ের মুহূর্ত। ছবি- এপি।

New Zealand vs England: তীরে এসে তরী ডোবা কাকে বলে, ইংল্যান্ড দেখাল ওয়েলিংটন টেস্টে। নিশ্চিত জয়ের দোরগোড়া থেকে ম্যাচ হেরে মাঠ ছাড়েন বেন স্টোকসরা।

এর থেকে কম রানে কোনও টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয় কোনও দলের পক্ষে। সদিক থেকে ওয়েলিংটনে কার্যত অসাধ্য সাধন করল নিউজিল্যান্ড। যদিও এই প্রথম নয়, এর আগে এমন সংক্ষিপ্ততম ব্যবধানে টেস্ট জয়ের নজির ছিল একটিই। নিউজিল্যান্ড দ্বিতীয় দল হিসেবে সেই ইতিহাস ফেরায়।

একে তো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয় নিউজিল্যান্ডকে। তার উপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৬ রানের বিরাট ব্যবধানে পিছিয়ে পড়তে হয় কিউয়িদের। ইংল্যান্ড সচরাচর বড় রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলো-অন করানোর রাস্তায় হাঁটতে চায় না। তবে ওয়েলিংটনে বেন স্টোকসরা হাঁটেন ভিন্ন পথে এবং নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাট করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড।

শেষমেশ কিউয়িদের ফলো-অন করানোর সিদ্ধান্তই বুমেরাং হয়ে আঘাত করে ইংল্যান্ড শিবিরে। নিউজিল্যান্ড দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস গড়ে। জয়ের লক্ষ্য খুব বড় না হলেও টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে বপাকে পড়ে ইংল্যান্ড। কোচ ম্যাকালামের জমানায় মারকাটারি ক্রিকেটের যে ব্র্যান্ড আপন করে নিয়েছে ইংল্যান্ড, তা শেষমেশ ফ্লপ হয়ে দেখা দেয় ওয়েলিংটনে। ফলে জয়ের দোরগোড়ায় এসে থেমে যেতে হয় ব্রিটিশদের।

আরও পড়ুন:- ইডেনে সৌরভরা যা করে দেখান, ওয়েলিংটনে সেই ইতিহাস ফেরাল নিউজিল্যান্ড, ফলো-অন করেও টেস্ট জয়ের চারটি নজিরে চোখ রাখুন

প্রথম দফায় ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২০৯ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৪৮৩ রান তোলে। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৮ রানের। শেষ ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয় ২৫৬ রানে। সুতরাং, ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

শেষ ইনিংসে ইংল্যান্ড একসময় ৮ উইকেটে ২৫১ রান তুলে ফেলে। যার অর্থ, আর ৭ রান তুললেই ম্যাচ জিতত তারা। তবে তীরে এসে তরী ডোবে ব্রিটিশদের। এর আগে মাত্র ১ রানে ম্যাচ জয়ের নজির ছিল কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৯৯৩ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে হারায় ১ রানে। এবার ক্যারিবিয়ানদের সেই কৃতিত্বে ভাগ বসায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন:- NZ vs ENG: ফলো-অন করানোই কাল হল ইংল্যান্ডের, ১ রানে রুদ্ধশ্বাস টেস্ট জয় নিউজিল্যান্ডের

শেষ ইনিংসের ৭৪.২ ওভারে ওয়াগনারের লেগ-স্টাম্পের লাইনে করা বল অফ-সাইডে সরে গিয়ে গ্লান্স করার চেষ্টা করেন জেমস অ্যান্ডারসন। বল তাঁর ব্যাটের কানা নিয়ে জমা পড়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের দস্তানায়। জিমি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন… ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, সব জোনকে চিঠি রেল বোর্ডের ‘গণতন্ত্রের পক্ষে দুঃখজনক’, দিল্লিতে অনশনের সময় আটক নিয়ে মন্তব্য ওয়াংচুকের ভয়াবহ ফিল্ডিং, স্মৃতির ‘টেস্ট’- কোন ৫ কারণে T20 বিশ্বকাপে জঘন্য হাল হল ভারতের? থানায় ধর্ষণের অভিযোগ করায় খুন নির্যাতিতা! ধৃত কলকাতা পুলিশের কর্মী, TMC নেত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.