বাংলা নিউজ > ময়দান > NZ vs ENG: ছক্কা মেরে ধোনিকে ছুঁলেন তারকা কিউয়ি পেসার, খুব শীঘ্রই ভাঙতে পারেন ভিভের রেকর্ডও

NZ vs ENG: ছক্কা মেরে ধোনিকে ছুঁলেন তারকা কিউয়ি পেসার, খুব শীঘ্রই ভাঙতে পারেন ভিভের রেকর্ডও

টিম সাউদি এবং মহেন্দ্র সিং ধোনি।

টিম সাউদি কেভিন পিটারসেন এবং ম্যাথু হেডেনের নজির স্পর্শ করার অপেক্ষায়। আর সাউদি যদি তাঁর ছক্কা হাঁকানোর অভ্যেস বজায় রাখেন, তবে তিনি খুব শীঘ্রই টপকে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও।

নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি দেশের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। তবে এ বার তিনি ব্যাট হাতে অনন্য নজির গড়ে ফেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং রেকর্ড স্পর্শ করে ফেললেন। টিম সাউদি লোয়ার অর্ডারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ হিটার হিসেবে পরিচিত এবং শনিবার দ্বিতীয় দিনের শেষে তিনি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ছোট্ট এই ইনিংসে তিনি দু'টি ছক্কা হাঁকান।

এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে ৭৮তম ছক্কা। আর এই ছক্কার হাত ধরেই ধোনিকে স্পর্শ করেন টিম সাউদি। টেস্ট ক্রিকেটে তিনি ধোনির সমান ছক্কা হাঁকিয়ে ফেললেন। এবং কেভিন পিটারসেন এবং ম্যাথু হেডেনের নজির স্পর্শ করার অপেক্ষায়। কেভিন পিটারসেন টেস্ট ক্যারিয়ারে মোট ৮১টি ছক্কা হাঁকিয়েছেন। আর ম্যাথু হেডেন হাঁকিয়েছেন ৮২টি ছক্কা। আর সাউদি যদি তাঁর ছক্কা হাঁকানোর অভ্যেস বজায় রাখেন, তবে তিনি খুব শীঘ্রই টপকে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও। টেস্ট ক্যারিয়ারে ভিভ মোট ৮৪টি ছক্কা হাঁকিয়েছেন।

আরও পড়ুন: মুরলির রেকর্ড ভাঙলেন, কিউয়িদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরালেন অ্যান্ডারসন, সঙ্গ দিলেন লিচ

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে হঠাৎ করেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে তিনি মোট ৯০টি টেস্ট খেলেছিলেন। ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি সহ ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছিলেন এবং সর্বোচ্চ ২২৪ রান করেছিলেন। অন্য দিকে টিম সাউদি পাঁচটি হাফ সেঞ্চুরি সহ ১৫.৯৪ গড়ে ১৮৯৮ রান করেছেন। এবং অপরাজিত ৭৭ রান তাঁর সর্বোচ্চ স্কোর। এটি লক্ষণীয় যে, টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ছয়-হিটারদের তালিকার শীর্ষ ১৫ জন ক্রিকেটারের মধ্যে তিনিই একমাত্র খেলোয়াড় যাঁর ২০-এর কম গড় এবং তিনি একজন বোলার। অন্যরা কিন্তু তাঁদের সময়ে ব্যাটার বা অলরাউন্ডার হিসেবে খেলেছেন।

আরও পড়ুন: ICC ট্রফি জিতিনি তাই নাকি আমি ব্যর্থ ক্যাপ্টেন! 'সাফল্যের' ফিরিস্তি দিয়ে আক্ষেপ কোহলির

সাউদির প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে ছক্কা মেরে টপকে গিয়েছেন। গড়ে ফেলেছেন নয়া রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন বেন স্টোকসের ঝুলিতে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্টোকস ১০৯টি ছক্কা মারার নজির গড়েন। ম্যাকালামের ছিল ১০৭টি ছক্কার নজির। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টিম সাউদি তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন, প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস (৮৭টি ছক্কা) এবং ম্যাককালামের পরে তিনি রয়েছেন। সাউদি টপকে যেতে পারেন কেয়ার্নসকেও।

এ ছাড়াও টিম সাউদি প্রথম নিউজিল্যান্ড বোলার হিসেবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৭০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার নজির গড়েছেন। যাইহোক, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ৪৩৫/৮ ডিক্লেয়ার করার পর, নিউজিল্যান্ড ১৩৮ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো চাপে রয়েছে। বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে শেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে তারা। প্রথম টেস্টে ২৬৭ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ব্রিটিশরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.