বাংলা নিউজ > ময়দান > NZ vs IND: বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ, ভারতীয় দলে বদলের সম্ভাবনা, সূর্যকে কি বসতে হবে?

NZ vs IND: বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ, ভারতীয় দলে বদলের সম্ভাবনা, সূর্যকে কি বসতে হবে?

বৃষ্টিতে খেলা ভেস্তে যেতে পারে?

রবিবার হ্যামিলটনে বৃষ্টির সম্ভবনা থাকবে ৯১%। ম্যাচের মধ্যে বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টি হবে না। টি-টোয়েন্টি সিরিজেও দেখা গিয়েছিল একই ছবি। তবে মনে করা হচ্ছে, বৃষ্টি ম্যাচের প্রায় চার ঘণ্টা বরবাদ করতে পারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তিনশোর উপর রান করেও মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। ৭ উইকেটে বাজে ভাবে হেরেছিল শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। যে কারণে ভারতের কাছে দ্বিতীয় ম্যাচটি এখন মরণ বাঁচন। হারলেই সিরিজ হাতছাড়া।

এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে কোনও ভুল করতে চাইছে না শিখর ধাওয়ান ব্রিগেড। তবে বোলাররা যদি আগের ম্যাচের মতো খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখে, তবে কপালে দুঃখ আছে ভারতের। এ দিকে দ্বিতীয় ম্যাচের আগে চিন্তার বড় কারণ হয়ে উঠেছে বৃষ্টি। দুই দলের কাছেই বৃষ্টি চিন্তার হলেও, ভারতের কাছে বেশি চিন্তার। কারণ সিরিজে কামব্যাক করতে গেলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে।

বৃষ্টির সম্ভাবনা কতটা?

২৭ নভেম্বর অর্থাৎ রবিবার হ্যামিলটনে বৃষ্টির সম্ভবনা থাকবে ৯১%। ম্যাচের মধ্যে বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টি হবে না। টি-টোয়েন্টি সিরিজেও দেখা গিয়েছিল একই ছবি। তবে মনে করা হচ্ছে, বৃষ্টি ম্যাচের প্রায় চার ঘণ্টা বরবাদ করতে পারে। তার পর হয়তো বন্ধ হয়ে যেতে পারে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি ব্যাঘাত ঘটায়। তৃতীয় ম্যাচেও একই ছবি, ভেস্তে গিয়েছিল ম্যাচ।

আরও পড়ুন: আমার ইচ্ছের বিরুদ্ধে রিহ্যাবে আটকে রেখেছিল- জীবনের কালো অধ্যায় সামনে আনলেন আক্রম

ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি না হওয়ায়, এ বার দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি চাইছেন না বিশেষ করে ভারতের সমর্থকেরা। যদি ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টি হয়, তা হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ হবে। আর যদি একটাও বল খেলা না হয়, সে ক্ষেত্রে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে। যেহেতু ওডিআই ম্যাচ, তাই সেটি ভেস্তে যাওয়ার সম্ভবনা কম।

ভারতের দলে পরিবর্তনের সম্ভাবনা

সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দুরন্ত ফর্মে থাকলেও, একদিনের আন্তর্জাতিকে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ সাতটি ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ২৭। তবে তাঁকে দুম করে একটি ওডিআই খেলিয়ে বসিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে, তা নিয়ে সন্দেহ রয়েছ।

আরও পড়ুন: ভারত এশিয়া কাপ খেলতে না এলে, পাকিস্তানও যাবে না বিশ্বকাপে- রামিজ রাজা

ভারত আগের ম্য়াচে হেরেছে মূলত বোলিং বিভাগের ব্যর্থতার জন্য। তিনজন ফাস্ট বোলারই প্রচুর রান দিয়েছেন। অনেকে মনে করছেন, সূর্যকে বসিয়ে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে দীপক হুডাকে দলে রাখা হতে পারে। শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে দীপক চাহারকে। যুজবেন্দ্র চাহালের জায়গায় কি দলে ঢুকতে পারেন কুলদীপ যাদব?

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব বা দীপক হুডা, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.