বাংলা নিউজ > ময়দান > NZ vs NED: জন্মদিনে সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে নজির লাথামের, ভাঙলেন সচিনের রেকর্ড

NZ vs NED: জন্মদিনে সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে নজির লাথামের, ভাঙলেন সচিনের রেকর্ড

টম লাথাম।

১৯৯৮ সালে জন্মদিনের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই-এ ১৩৪ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। এত দিন এটাই ছিল জন্মদিনে কোনও ক্রিকেটারের করা সর্বোচ্চ রান। ২৪ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন লাথাম।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত ছন্দে পাওয়া গেল নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকে। হ্যামিলটনে একেবারে যেন ফুল ফোটালেন লাথাম। তাও নিজের জন্মদিনের দিন। ২ এপ্রিল লাথামের জন্মদিন। সেই দিনই তিনিই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২৩ বলে অপরজিত ১৪০ করেন। সেই সঙ্গে গড়ে ফেলেন নয়া নজিরও।

টম লাথাম হলেন প্রথম অধিনায়ক, যিনি নিজের জন্মদিনে সেঞ্চুরি হাঁকালেন। পাশাপাশি সব মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে জন্মদিনের দিন ওডিআই-এ সর্বোচ্চ স্কোর করলেন লাথাম।

এর আগে ১৯৯৮ সালে জন্মদিনের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই-এ ১৩৪ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। এত দিন এটাই ছিল জন্মদিনে কোনও ক্রিকেটারের করা সর্বোচ্চ রান। ২৪ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন লাথাম। তা ছাড়া ২০১১ সালে রস টেলর পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই-এ অপরাজিত ১৩১ রান করেছিলেন। ২০০৮ সালে সনৎ জয়সূর্য আবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১৩০ রান করেছিলেন।ইংল্যান্ডের বিরুদ্ধ ১৯৯৩ সালে ওডিআই-এ বিনোদ কাম্বলি করেছিলেন অপরাজিত ১০০ রান।

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করে নিউজিল্যান্ড। লাথাম একাই অপরাজিত ১৪০ রান করেন। ডগলাস ব্রেসওয়েল করেছেন ৪১ রান। বাকিরা অবশ্য কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। লাথামের অধিনায়োকচিত ইনিংসের হাত ধরেই আড়াইশোর গণ্ডি টপকায় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। বাস দে লিডের ৩৭ এবং বিক্রমজিৎ সিংয়ের ৩১ রান ছাড়া কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। তাও ১৮ করেছেন মাইকেল রিপন। বাকিদের রান তো দুই অঙ্কের ঘরেই পৌঁছায়নি। যার নিট ফল ১১৮ রানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। নিঃসন্দেহে এই ম্যাচের নায়ক ‘বার্থডে বয়’ টম লাথামই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.