বাংলা নিউজ > ময়দান > NZ vs PAK: আবারও শতরানের দোরগোড়ায় কেন, পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের পথে নিউজিল্যান্ড

NZ vs PAK: আবারও শতরানের দোরগোড়ায় কেন, পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের পথে নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। (ছবি সৌজন্য, টুইটার @BLACKCAPS)

২৩ তম শতরানের লক্ষ্যে কিউয়ি অধিনায়ক।

শুভব্রত মুখার্জি

শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন প্রান্তে তিন-তিনটি সিরিজে মুখোমুখি হচ্ছে ছটটি দেশ। একদিকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া, অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে দক্ষিণ আফ্রিকা। আর নিউজিল্যান্ড নিজেদের দেশে স্বাগত জানিয়েছে পাকিস্তানকে। তবে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভালো শুরু করেও দিনের শেষে একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। পেস বোলিং বিভাগে মহম্মদ আমিরের অনুপস্থিতি বারবার অনুভূত হয়েছে।

ফলস্বরূপ দিনের শেষে কেন উইলিয়ামসন-রস টেলরের ব্যাটে চালকের আসনে নিউজিল্যান্ড।মাউন্ট ম্যাঙ্গানুইতে দু'ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ ব্যাকফুটে পাকিস্তান। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর তিন উইকেটে ২২২ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে মাত্র ১৩ রানেই দু'উইকেট হারায় নিউজিল্যান্ড।

তারপর ১২০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বাঁচান রস টেলর ও কেন উইলিয়ামসন। ৭০ রান করে টেলর আউট হয়েছেন। তবে দিনের শেষে অধিনায়ক কেন উইলিয়ামসন ৯৪ রানে অপরাজিত আছেন। ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিলটন টেস্টে ২৫১ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। তারপরে পিতৃত্বকালীন ছুটিতে যিন তিনি। ফিরে আসার পরে এটাই তার প্রথম টেস্ট। ফলে পরপর দুটি টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে চলে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। একইসঙ্গে যা হবে টেস্ট কেরিয়ারে তাঁর ২৩ তম শতরান।

উইলিয়ামসনকে যোগ্যসঙ্গত দিয়ে ৪২ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস। পাকিস্তানের হয়ে পেসার শাহিন আফ্রিদি একাই তিনটি উইকেট নিয়েছেন। স্পিনাররা সেভাবে ব্যাটসম্যানদের অসুবিধার মধ্যেই ফেলতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন