বাংলা নিউজ > ময়দান > NZ vs PAK: উইলিয়ামসনের অনবদ্য শতরানে চালকের আসনে কিউয়িরা

NZ vs PAK: উইলিয়ামসনের অনবদ্য শতরানে চালকের আসনে কিউয়িরা

শতরানের পর কেন উইলিয়ামসন। ছবি- টুইটার।

পাকিস্তানের বিরুদ্ধে পরপর দু'টি টেস্টে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ড দলনায়ক।

শুভব্রত মুখার্জি

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কাইল জেমিসনের আগুনে পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রথম দিনে একেবারে একদিনের ক্রিকেটের মেজাজে খেলতে গিয়ে ২৯৭ রানে অল-আউট হয়ে যায় তারা।

২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাট করেন নিউজিল্যিান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি বাবা হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অসাধারণ ব্যাটিংয়ে উঠেছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। এক নম্বরে থেকে বছরটা শেষ করেছেন তিনি। নতুন বছরটাও শুরু করলেন দুর্দান্তভাবে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসন দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৮৬ রান। উইলিয়ামসন ১১২ ও হেনরি নিকোলস ৮৯ রানে অপরাজিত ভাবে ব্যাট করছেন। ১০৫ বলে অর্ধশতক সম্পূর্ণ করা উইলিয়ামসন পরের ৫০ রান করেছেন মাত্র ৩৫ বলে। ৭১ রানে ৩ উইকেট হারানোর পর হেনরি নিকোলসকে নিয়ে দ্বিশতরানের উপর অবিচ্ছিন্ন জুটি গড়েছেন উইলিয়ামসন। ফলে বেশ চাপে পাকিস্তান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন