শুভব্রত মুখার্জি
সদ্য শেষ হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। রুদ্ধশ্বাস সেই ম্যাচে মাউন্ট মুঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের শতরান সেই ম্যাচের ভাগ্য গড়ে দেন অসাধারণ শতরানের মাধ্যমে। সেই ম্যাচে জয়ের পরেও কিউয়ি শিবিরে গলার কাঁটার মতa বিঁধছে পেসার কাইল জেমিসনের জরিমানা।
আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা দিতে হচ্ছে কিউয়ি পেসার কাইল জেমিসনকে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর নামের পাশে। জয়ের জন্য রান তাড়া করার সময় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭৫ তম ওভারে ড্রাইভ করে একটি বলকে জেমিসনের কাছে পাঠান পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। বলটি নিয়ে সঙ্গে সঙ্গেই উলটোদিকে আবার ফাহিমের দিকে ছুঁড়ে মারেন জেমিসন। কিন্তু সেই সময় ফাহিম রান নেওয়ার চেষ্টা করেননি। ক্রিজের ভিতরেই ছিলেন। জেমিসনের এই আচরণে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী অপ্রয়োজনে কিংবা বিপজ্জনকভাবে অন্য খেলোয়াড়ের দিকে বল ছুড়ে মারার কারণে শাস্তিযোগ্য অপরাধের কবলে পড়ে যান তিনি।অপরাধের জন্য জেমিসনকে তাঁর ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।