বাংলা নিউজ > ময়দান > NZ vs PAK: রিজওয়ানের ব্যাটে কিউয়িদের বিরুদ্ধে সান্ত্বনার জয় পাকিস্তানের

NZ vs PAK: রিজওয়ানের ব্যাটে কিউয়িদের বিরুদ্ধে সান্ত্বনার জয় পাকিস্তানের

হাফ-সেঞ্চুরির পর রিজওয়ান। ছবি- টুইটার।

২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতলেন উইলিয়ামসনরা।

সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। নিয়ম রক্ষার তৃতীয় টি-২০ ম্যাচ জিতে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল পাকিস্তান। নেপিয়ারে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে। ডেভন কনওয়ে ৪৫ বলে ৬৩ রান করেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া টিম সেফার্ত ৩৫, গ্লেন ফিলিপস ৩১ ও মার্টিন গাপ্তিল ১৯ রান করেন। কেন উইলিয়ামসন ১ রান করে আউট হন।

পাকিস্তানের হয়ে ২০ রানে ৩টি উইকেট নেন ফহীম আশরাফ। ২টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি ও হ্যারিস রউফ।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ইনিংসের ওপেন করতে নেমে মহম্মদ রিজওয়ান ৮৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৫৯ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন। মহম্মদ হাফিজ করেন ২৯ বলে ৪১ রান। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।

টিম সাউদি ও স্কট কাগলেইন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন জেমিসন ও নিশাম।ম্যাচের সেরা হয়েছেন রিজওয়ান। পাকিস্তান ম্যাচ জিতলেও নিউজিল্যান্ড সিরিজ জেতে ২-১ ব্যবধানে। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন টিম সেফার্ত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন