
NZ vs PAK: ২৭ বল বাকি থাকতে উত্তেজক টেস্ট জয়, পাকিস্তানকে হারিয়ে এক নম্বরের আরও কাছে নিউজিল্যান্ড
১ মিনিটে পড়ুন . Updated: 30 Dec 2020, 04:13 PM IST- মাত্র ৪.৩ ওভারের খেলা বাকি থাকতে প্রথম টেস্টে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেন কেন উইলিয়ামসনরা।
মাত্র ২৭ বল বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে উত্তেজক জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেই সঙ্গে আইসিসির এক নম্বর টেস্ট দল হিসেবে আত্মপ্রকাশের দোরগোড়ায় পৌঁছে যায় তারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার অন্যতম দাবিদারও হয়ে ওঠেন কেন উইলিয়ামসনরা।
মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডে ৪৩১ রানের জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করে ২৩৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৯২ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলে পাকিস্তানকে ব্যাট করতে ডাকে।
জয়ের জন্য ৩৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছিল। শেষ দিনে ফাওয়াদ আলম ও মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে টেস্ট বাঁচানোর উপক্রম করে পাকিস্তান। তবে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪.৩ ওভার আগে তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭১ রানে। ফাওয়াদের ১০২ ও রিজওয়ানের ৬০ রানের ইনিংস দু'টি শেষমেশ ব্যর্থ হয়। নিউজিল্যান্ড প্রথম টেস্ট জিতে নেয় ১০১ রানে।
এমন উত্তেজক জয়ের সুবাদে কিউয়িরা আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করলেই অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসির এক নম্বর টেস্ট দলে পরিণত হবে নিউজিল্যান্ড।