
NZ vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের ম্যাচেই অনবদ্য মাইলফলক সাউদির
১ মিনিটে পড়ুন . Updated: 30 Dec 2020, 10:03 PM IST- তৃতীয় কিউয়ি ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে তারকা পেসার।
শুভব্রত মুখার্জি
প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসনরা। জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে কিউয়িরা। আর এই জয়ের মূহুর্তে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিও স্পর্শ করে ফেললেন ব্যক্তিগত মাইলফলক।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে হ্যারিস সোহেলকে আউট করে এই নতুন মাইলফলকে পা দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট তুলে নিলেন তিনি। সাউদি তাঁর ৭৬তম টেস্টে তুলে নিয়েছেন তাঁর ৩০০তম উইকেট।
কিউয়ি বোলারদের মধ্যে তাঁর সামনে রয়েছেন রিচার্ড হ্যাডলি এবং ড্যানিয়েল ভেত্তোরি। হ্যাডলি ৮৬ টেস্টে ৪৩১টি এবং ভেত্তোরি ১১২ টেস্টে ৩৬১ উইকেট নিয়ে কেরিয়ার শেষ করেন। প্রসঙ্গত, সাউদি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৪তম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন। ২০০৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল সাউদির।