বাংলা নিউজ > ময়দান > NZ vs SA: এক ইনিংস এবং ২৭৬ রানে জয় কিউয়িদের, প্রোটিয়াদের লজ্জাজনক হারের নয়া রেকর্ড

NZ vs SA: এক ইনিংস এবং ২৭৬ রানে জয় কিউয়িদের, প্রোটিয়াদের লজ্জাজনক হারের নয়া রেকর্ড

দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস এবং ২৭৬ রানে হারাল নিউজিল্যান্ড।

এক ইনিংস এবং ২৭৬ রানে দক্ষিণ আফ্রিকা বধ করল নিউজিল্যান্ড। এটা কিউয়িদের সর্বকালের তৃতীয় বড় জয়। এ দিকে টেস্টের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবধানে হারার রেকর্ড করল প্রোটিয়ারা। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই আগুনে মেজাজে ধরা দিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। প্রোটিয়াদের একেবারে ল্যাজেগোবরে করে এক ইনিংস এবং ২৭৬ রানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে কিউয়ি বোলিংয়ের সামনে একেবারে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ।

নিউজিল্যান্ডের কাছে এত বড় ব্য়বধানে হেরে দক্ষিণ আফ্রিকা গড়ে ফেলল লজ্জার নজির। টেস্টের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবধানে হারার রেকর্ড করল প্রোটিয়ারা। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংস এবং ৩৬০ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ফের তারা নিউজিল্যান্ডের কাছে এত বড় ব্যবধানে হারল।

এ দিকে নিউজিল্যান্ডের এটি সর্বকালের তৃতীয় বড় জয়। এর আগে ২০১২ সালের জানুয়ারিতে তারা জিম্বাবোয়েকে এক ইনিংস এবং ৩০১ রানে হারিয়েছিল। তারও আগে কিউয়িরা ২০০৫ সালের অগস্টে জিম্বাবোয়েকেই এক ইনিংস এবং ২৯৪ রানে হারিয়েছিল। এর পর তারা দক্ষিণ আফ্রিকাকে হারাল এক ইনিংস এবং ২৭৬ রানে।

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরির আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯৫ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। হেনরি একাই নেন ৭ উইকেট। এর পর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৮২ রান করে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে ফের খড়কুটোর মতোই উড়ে যায় তারা। ১১১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা সর্বোচ্চ ৪১ রান করেন। টিম সাউদি নেন ৫ উইকেট। হেনরি দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন।

বন্ধ করুন