শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচটি ১৯৮ রানের বড় ব্যবধানে জেতে নিউজিল্যান্ড। সেই সঙ্গে কিউয়িরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হেনরি শিপলি পাঁচ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন লঙ্কার ব্যাটিং ভিতকে। এ দিকে ড্যারিল মিচেল এবং ব্লেয়ার টিকনার দু'টি করে উইকেট পেয়েছেন।
প্রাথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে যায়। ফিন অ্যালেন ৪৯ বলে ৫১ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এ দিকে চামিকা করুণারত্নে চার উইকেট নেন, কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা দু'টি করে উইকেট নেন। ওপেনার ফিন অ্যালেন এ দিন দুর্দান্ত ছন্দে ছিলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং দু'টি ছক্কা।
আরও পড়ুন: বিধ্বংসী শিপলি, মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে গেল লঙ্কা, কেনিয়াকে ছাপিয়ে গড়ল লজ্জার নজির
তবে তৃতীয় ওভারে উইকেট হারাতে হারাতে প্রাণ পেয়েছেন ফিন অ্যালেন। তখন তাঁর সংগ্রহ ছিল মাত্র ৯। ওভারের চতুর্থ বলে কাসুন রাজিথার একটি ডেলিভারি সোজা গিয়ে অফ স্টাম্পে লাগে। কিন্তু বেল পড়েনি। যে কারণে আউটও হননি কিউয়ি তারকা। এমন ঘটনা ক্রিকেটে নতুন নয়। তবে রাজিথার ডেলিভারিটি নিঃসন্দেহে দুরন্ত ছিল। অল্পের জন্য প্রাণ ফিরে পান ফিন অ্যালেন। তখন যদি বেল পড়ে যেত, তবে হয়তো খেলার রিপোর্টটা অন্য রকম হতেই পারত।
২৬ বছরের শিপলি ম্যাচ সেরার পুরস্কার পান। এই বছরের জানুয়ারিতে শিপলির অভিষেক হয়েছিল। তাঁর যা পারফরম্যান্স, তাতে তিনি এই বছরের শেষের দিকে নির্ধারিত ওয়ানডে বিশ্বকাপের দলে থাকবে বলে আশা করা হচ্ছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২৮ শে মার্চ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: রোহিত, দ্রাবিড় ODI WC-এ ফোকাস করতে বলেছিল- দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শিখর
ম্যাচের পর অ্যালেন বলেছেন, ‘এটা অবশ্যই এই উইকেটে একটা ভালো স্কোর ছিল। এটা অবশ্যই একটি কঠিন উইকেট ছিল। করুণারত্নে যে ভাবে মাঝখান দিয়ে বোলিং করেছেন, দুরন্ত লেংথে বল করেছেন তিনি। কিছুটা সিম মুভমেন্ট পেয়েছেন এবং এটি আমাদের জন্য ব্যাট করাটা কঠিন করে তুলেছিল। আমরা মাঝে মাঝে ধাক্কা দিয়েছি, কিন্তু উইকেট পড়ার জন্য আমাদের স্কোর ধাক্কা খেয়েছে।’
নিউজিল্যান্ড সম্প্রতি শ্রীলঙ্কাকে দুই ম্যাচের টেস্ট সিরিজে পরাজিত করেছে। যার ফলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সহজে পৌঁছে গিয়েছে। নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে দুই উইকেটে জয়লাভ করে, এর পর দ্বিতীয় টেস্টেও ইনিংস এবং ৫৮ রানে জয় পায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।