বাংলা নিউজ > ময়দান > NZ vs SL: ওয়েলিংটন টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মাঠ মাতালেন কনওয়ে, শক্ত ভিতে নিউজিল্যান্ড

NZ vs SL: ওয়েলিংটন টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মাঠ মাতালেন কনওয়ে, শক্ত ভিতে নিউজিল্যান্ড

হাফ-সেঞ্চুরি কনওয়ের। ছবি- এএফপি।

New Zealand vs Sri Lanka: প্রথম দিনে খেলা হয় মোটে ৪৮ ওভার, তাতেই বড় রানের ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছেন কেন উইলিয়ামসনরা।

ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে শেষ বলের থ্রিলারে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুটা মন্দ করেননি কেন উইলিয়ামসনরা। ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে একজোড়া উইকেট হারালেও ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে বড় রানের ভিত গড়েছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য দিনের প্রথম সেশনে খেলাই শুরু করা যায়নি। লাঞ্চের পরে দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও মন্দ আলোয় প্রথম দিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই।

প্রথম দিনে খেলা হয় মোটে ৪৮ ওভার। অর্থাৎ দিনের প্রায় অর্ধেক খেলা নষ্ট হয় বৃষ্টিতে। যতটুকু খেলা অনুষ্ঠিত হয়েছে, তাতেই ২ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নেয় নিউজিল্যান্ড।

সেট হয়েও আউট হয়ে বসেন ওপেনার টম লাথাম। তিনি ৭৩ বলে ২১ রান করে কাসুন রজিথার বলে প্রবথ জয়সূর্যর হাতে ধরা পড়েন। সতর্ক ইনিংসে কোনও বাউন্ডারি মারেননি লাথাম। ডেভন কনওয়ের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন তিনি।

আরও পড়ুন:- IND vs AUS: হরির লুটের বাতাসা সবার পাওয়া উচিত! গ্রিনদের স্টাম্প উড়িয়ে শামির গলায় মিলেমিশে উইকেট নেওয়ার তত্ত্ব- ভিডিয়ো

অপর ওপেনার ডেভন ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে তিনি ১০৮ বলে ৭৮ রান করে আউট হন। ধনঞ্জয়া ডি'সিলভার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেওয়ার আগে কনওয়ে মোট ১৩টি চার মারেন।

হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন কেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটের জুটিতে দু'জনে ইতিমধ্যেই ৩৭ রান যোগ করেছেন। প্রথম দিনের শেষে উইলিয়ামসন নট-আউট থাকেন ব্যক্তিগত ২৬ রানে। ৭৬ বলের ইনিংসে তিনি ৩টি চার মেরেছেন। ৩২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হেনরি। তিনি ১টি চার মেরেছেন।

আরও পড়ুন:- PSL 2023: T20-তে ক্রিস গেইলের দুরন্ত বিশ্বরেকর্ড ভাঙলেন বাবর আজম, অনেক পিছিয়ে কোহলি

প্রথম দিনে শ্রীলঙ্কার হয়ে ৪২ রানে ১টি উইকেট নিয়েছেন কাসুন রজিথা। ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছে ধনঞ্জয়া। কৃপণ বোলিং করেও উইকেট পাননি অসিথা ফার্নান্ডো। উইকেটের মুখ দেখেননি লাহিরু কুমারা ও জয়সূর্য। সব থেকে খরুচে বোলিং করেছেন লাহিরু। তিনি ১০ ওভারে ৪৯ রান খরচ করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.