বাংলা নিউজ > ময়দান > NZ vs SL: উইলিয়ামসনের ব্যাটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

NZ vs SL: উইলিয়ামসনের ব্যাটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

শতরানের পরে কেন উইলিয়ামসন। ছবি- এএফপি।

New Zealand vs Sri Lanka: শেষ বলের থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দুর্দান্ত শতরান করেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দু'দিনে ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। তবে তৃতীয় দিন থেকে শ্রীলঙ্কার রাশ আলগা হতে থাকে। চতুর্থ দিনের শেষে ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে ছিল যেখান থেকে দু'দলের যে কেউ ম্যাচ জিততে পারত। যদিও ঘরের মাঠে খেলা বলেই এগিয়ে দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। শেষমেশ প্রকৃতির বাধা সত্ত্বেও শেষ দিনে বাজিমাত করেন উইলিয়ামসনরা।

শেষ দিনে বৃষ্টি বাধ সাধায় মনে করা হচ্ছিল বুঝি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রাইস্টচার্চ টেস্ট শেষমেশ ড্র হবে। তবে হিসাবটা বদলে দেয় নিউজিল্যান্ড। তারা কার্যত ওয়ান ডে ক্রিকেটের ঢংয়ে রান তুলে ম্য়াচ জিতে যায়। ক্রাইস্টচার্চ টেস্টে হেরে যাওয়ায় শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায়।

অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াই ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড সফরের ২টি টেস্টই জিততে হতো। একটি টেস্টও হারলে বা ড্র করলে বিদায় নিশ্চিত ছিল দ্বীপরাষ্ট্রের। শেষমেশ সেটাই হয়। প্রথম টেস্ট হেরে যাওয়ায় এবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ভারতের। তারা টানা ২ বার ডব্লিউটিসি-র খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পোরে।

আরও পড়ুন:- ১৬ ওভার বল করে ১০ দিনের বিশ্রাম যথেষ্ট নয়! ইন্দোরে শামিকে বসিয়ে ছন্দ নষ্ট করেছে টিম ম্যানেজমেন্ট, ক্ষোভ গাভাসকরের

ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৩ রান তোলে। প্রথম ইনিংসের নিরিখে ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্য়াথিউজের ১১৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্র ৩০২ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮৫ রানের। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটে ২৮ রান। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ৯ উইকেটে ২৫৭ রান তুলতে হতো কিউয়িদের।

তবে বৃষ্টির জন্য শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে খেলা শুর হলে জয়ের জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের সামনে। শেষমেশ ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে তারা। ৭০ ওভারে ৮ উইকেটের বিনময়ে ২৮৫ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন:- WPL 2023 Points Table: সব ম্যাচ জিতে এক নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, অর্ধেক টুর্নামেন্ট শেষে তলানিতে RCB- পয়েন্ট টেবিল

কেন উইলিয়ামসন ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৪ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন। ৮৬ বলে ৮১ রানের আগ্রাসী ইনিংস খেলেন ডারিল মিচেল। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০২) ও দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরির সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডারিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.