বাংলা নিউজ > ময়দান > NZ vs SL: যে পিচে নিউজিল্যান্ডের দু'জন ২০০ করেন, সেখানে ১৫০ টপকে অল-আউট শ্রীলঙ্কা, ফলো-অনের লজ্জায় দ্বীপরাষ্ট্র

NZ vs SL: যে পিচে নিউজিল্যান্ডের দু'জন ২০০ করেন, সেখানে ১৫০ টপকে অল-আউট শ্রীলঙ্কা, ফলো-অনের লজ্জায় দ্বীপরাষ্ট্র

ওয়েলিংটন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। ছবি- এএফপি।

New Zealand vs Sri Lanka 2nd Test: শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে একা লড়াই চালান ক্যাপ্টেন করুণারত্নে। দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি।

ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে শেষ বল পর্যন্ত চোয়ালচাপা লড়াই চালায় শ্রীলঙ্কা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট হেরে মাঠ ছাড়তে হয় দ্বীপরাষ্ট্রকে। মাঠে দুর্দান্ত লড়াই চালিয়েও শ্রীলঙ্কা দল হতাশ হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ায়।

দ্বিতীয় টেস্টে সেই হতাশা ঝেড়ে মাঠে নামতে পারেনি শ্রীলঙ্কা। সেটা বোঝা যায় তাদের পারফর্ম্যান্স দেখেই। ওয়েলিংটন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে তবু কিছুটা মরিয়া দেখায় সিংহলিদের। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে ম্যাচে একতরফা দাপট দেখা যায় কিউয়িদের।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা নিউজিল্য়ান্ড তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৫৮০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ডাবল সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। উইলিয়ামসন ২৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯৬ বলে ২১৫ রান করে আউট হন। ১৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪০ বলে ২০০ রান করে নট-আউট থাকেন নিকোলস। কাসুন রজিথা ১২৬ রান খরচ করে ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৬৪ রানে। যে পিচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রানের বন্যা বওয়ান, সেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের রীতিমতো খোঁড়াতে দেখা যায়।

আরও পড়ুন:- PSL 2023 Final: ব্যাটে-বলে অপ্রতিরোধ্য শাহিন আফ্রিদি, পিএসএল ফাইনালে ১ রানের রুদ্ধশ্বাস জয় লাহোরের

ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে ব্যাট হাতে একা লড়াই চালান। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১৮৮ বলে দলের হয়ে সব থেকে বেশি ৮৯ রান করে মাঠ ছাড়েন। এছাড়া দীনেশ চণ্ডীমল ৩৭ ও নিশান মদুষ্কা ১৯ রান করেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৪৪ রানে ৩টি উইকেট নেন ম্যাট হেনরি। ৫০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন টিম সাউদি, ডাগ ব্রেসওয়েল ও ব্লেয়ার টিকনার।

আরও পড়ুন:- WPL 2023: ৯৯-এ আটকালেন সোফি ডিভাইন, মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগে রান তাড়া করে রেকর্ড জয় RCB-র

প্রথম ইনিংসের নিরিখে ৪১৬ রানের বিশাল লিড নেওয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ফলো-অন করতে বাধ্য করে। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন করুণারত্নে। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৫১ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সাহায্যে ১০০ বলে ৫০ রান করে নট-আউট থাকেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা এখনও প্রথম ইনিংসের নিরিখে ৩০৩ রানে পিছিয়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু বয়ফ্রেন্ডকে দিনে ১০০ বার ফোন, 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন ‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.