ইতিহাস গড়ে একদিনের বিশ্বকাপের যোগ্যতামান-পর্ব শুরু করলেও শীঘ্রই বাস্তবের মাটিতে আছড়ে পড়ল ওমান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানে হেরে ভারতে একদিনের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বিলাল খান, আয়ান খানদের। যাঁরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল। অন্যদিকে, বড় ব্যবধানে জিতে শ্রীলঙ্কার পর গ্রুপ ‘বি’ থেকে ‘সুপার সিক্স’-এ পৌঁছে গিয়েছে স্কটল্যান্ড। তবে এখনও লড়াই শেষ হয়নি। ‘সুপার সিক্স’-র ছ'টি দলের মধ্যে থেকে দুটি দল শেষপর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলার টিকিট পাবে।
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ভয়ংকর হয়। তৃতীয় বলেই আউট হয়ে যান ক্রিস্টোফার ম্যাকব্রাইড। তখনও স্কোরবোর্ডে কোনও রান যোগ হয়নি। সেখান থেকে স্কটল্যান্ডের ইনিংস স্থিরতা আনেন ম্যাথু ক্রস এবং ব্র্যান্ডন ম্যাকমুলেন। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তাঁরা। তারপর ম্যাথু আউট হয়ে গেলেও অধিনায়ক রিচি বেরিংটনের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন ম্যাকমুলেন। শেষপর্যন্ত ১২১ বলে ১৩৬ রান করেন তিনি। ৬২ বলে ৬০ রান করেন বেরিংটন।
আরও পড়ুন: হার্দিক কি আর টেস্ট খেলতে পারবেন না? রোহিতের পরে ভারতীয় দলের অধিনায়ক হবেন কে?
তাঁরা দু'জন আউট হওয়ার পরেই স্কটল্যান্ডের ইনিংসে ধস নামে। নির্ধারিত ৫০ ওভারে ৩২০ রানে অল-আউট হয়ে যান স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন টমাস ম্যাককিনটোশ। ২৩ বলে ৩২ রান করেন তিনি। অন্যদিকে, ওমানের হয়ে ১০ ওভারে ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন বিলাল খান। দুটি উইকেট নেন ফায়াজ বাট (১০ ওভারে ৬৮ রান দেন)। একটি উইকেট তোলেন জয় ওদেরা। পাঁচ ওভারে ২৯ রান খরচ করেন।
তবে ব্যাট করতে নেমে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি ওমান। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। আকিব ইলিয়াস (৩১ রান), আয়ান খান (৩০ রান), শোয়েব খানরা (৩৬ রান) ভালো শুরু করেও ক্রিজে দাঁড়াতে পারেননি। একমাত্র আট নম্বরে নেমে মরিয়া চেষ্টা করেন নাসিম খুশি। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। তিনি ৫৩ বলে ৬৯ রান করলেও ৭৬ রানে হেরে যায় ওমান।
স্কটল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন ক্রিস গ্রিভেস। ১০ ওভারে ৫৩ রান দেন। একটি করে উইকেট পান মার্ক ওয়াট, ম্যাকমুলেন এবং আদ্রিয়ান নীল। দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাকমুলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।