প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর। দুর্ঘটনায় তারকা অ্যথলিটের চোট পাওয়ার কোনও খবর নেই। তবে হাসপাতালে ভরতি করতে হয় তাঁর মাকে।
মঙ্গলবার ইন্ডিয়া হাউসের অনুষ্ঠান সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দীক্ষার গাড়ি। অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে দীক্ষাদের গাড়িটিকে। দুর্ঘটনার সময় দীক্ষা ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর বাবা তথা ক্যাডি নরেন ডাগর। এছাড়াও দীক্ষার খেলা দেখতে যাওয়া তাঁর মা ও ভাইও ছিলেন গাড়িতে। দীক্ষা আহত হননি এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী নিজের ইভেন্টে নামবেন বলে জানিয়েছেন তাঁর বাবা।
৭ অগস্ট থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক গেমসে দীক্ষার গলফ ইভেন্ট। তাঁর আগেই দুর্ঘটনার খবরে উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। যদিও দীক্ষার অনুশীলন চালাতেও অসুবিধা হবে না বলে জানা গিয়েছে।
দীক্ষার মা পিঠে চোট পেয়েছেন বলে শোনা যাচ্ছে। তাঁকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। যাবতীয় পরীক্ষার পরে জানা যাবে কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। তবে আপাতত এটা নিশ্চিত নয় যে, মেয়ের ইভেন্ট দেখতে তিনি হাজির থাকতে পারবেন কিনা। একটি অ্যাম্বুলেন্সের আড়ালে থাকা অন্য একটি গাড়ি পাশ থেকে দীক্ষাদের গাড়িতে ধাক্কা মারে।
দীক্ষার এটি দ্বিতীয় অলিম্পিক গেমস। প্যারিসে মেয়েদের গলফ ইভেন্ট পরে শুরু হবে। বৃহস্পতিবার শুরু হয়েছে ছেলেদের গলফ ইভেন্ট। মেনস ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে নেমেছেন ভারতের শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার। প্যারিসে মেয়েদের গলফ ইভেন্টে দীক্ষা ডাগর ছাড়াও অংশ নেবেন অদিতি অশোক।
টোকিও অলিম্পিক্সে ভারতের অদিতি অশোক চার নম্বরে থেকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। উইমেন্স ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-তে দীক্ষা ডাগর সেবার পদকের ধারেকাছেও পৌঁছতে পারেননি। তিনি যুগ্মভাবে ৫০ নম্বরে থেকে ইভেন্ট শেষ করেন। এখন দেখার যে, দুর্ঘটনার ধাক্কা সামলে দীক্ষা প্যারিস অলিম্পিক্স থেকে দেশকে পদক এনে দিতে পারেন কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।